পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপিত
প্রকাশিত হয়েছে : ২৩ এপ্রিল ২০২৩, ৩:১১ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
মৌলভীবাজারে উৎসবমুখরতায় পবিত্র ঈদ-উল-ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে। এতে সর্বস্থরের মুসলমানরা অংশ নেন।
শনিবার (২২ এপ্রিল) সকাল সাড়ে ৬ টায় প্রথম জামাতে ইমামতি করেন মৌলভীবাজার টাউন দেওয়ানী জামে মসজিদ এর পেশ ইমাম মাওলানা মুফতি সৈয়দ মুহিত উদ্দীন। সানী ইমাম হিসাবে দায়িত্ব পালন করেন দরগাহ জামে মসজিদের ইমাম হাফিজ মাওলানা মির্জা শামীম আহমদ।সকাল সাড়ে ৭ টায় দ্বিতীয় জামাতে ইমামতি করেন পশ্চিমবাজার জামে মসজিদের খতিব মাওলানা মুহিবুর রহমান। সানী ইমাম হিসাবে দায়িত্ব পালন করেন পূর্ব ধরকাপন জামে মসজিদের ইমাম মাওলানা আসাদ আহমদ চৌধুরী।
সকাল সাড়ে ৮ টায় তৃতীয় জামাতে ইমামতি করেন দারুল উলুম জামে মসজিদের খতিব মাওলানা মুজাহিদুল ইসলাম। সানী ইমাম হিসাবে সানী ইমাম হিসাবে দায়িত্ব পালন করেন পশ্চিম ধরকাপন জামে মসজিদের (মসজিদে আয়শা) খতিব মাওলানা সৈয়দ মাজদুদ আহমদ রাফিদ।
জেলা শহরের টাউন ঈদগাহে প্রধান ঈদ জামাতে নামাজ আদায় ও শুভেচ্ছা বিনিময় করেছেন সংসদ সদস্য নেছার আহমদ, জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর, পৌর মেয়র ফজলুর রহমান প্রমুখ।
মেয়র ফজলুর রহমান বলেন, পৌরসভার তত্ত্বাবধানে সুষ্ঠু, সুশৃংখল ও শান্তিপূর্ণভাবে ঈদগাহে মাঠে তিনটি জামাত অনুষ্ঠিত হয়েছে।
এদিকে বড়লেখায় ঈদের নামাজ আদায় এবং নির্বাচনী এলাকার মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন।
শ্রীমঙ্গল শাহী ঈদগাহে ঈদের নামাজ আদায় ও শুভেচ্ছা বিনিময় করেছেন সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ এমপি।
এছাড়া জেলার সাতটি উপজেলার কয়েক হাজার মসজিদ ও ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।