ঈদের দিন রোগীদের মাঝে মাসুদ ফাউন্ডেশনের খাবার বিতরণ
প্রকাশিত হয়েছে : ২৩ এপ্রিল ২০২৩, ২:৫৫ অপরাহ্ণ
বিশেষ প্রতিবেদক::
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের মাঝে খাবার বিতরণ করেছে সেচ্ছাসেবী সংগঠন মোঃ মাসুদ ফাউন্ডেশন।
শনিবার (২২ এপ্রিল) সকাল ১১টায় মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের মাঝে সেচ্ছাসেবী সংগঠন মোঃ মাসুদ ফাউন্ডেশন ঈদের রান্না করা খাবার বিতরণ করে। ফাউন্ডেশনের একদল স্বেচ্ছাসেবী মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের হাতে রান্না করা খাবার তোলে দেয়। এ সময় মৌলভীবাজার পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর ও ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ মাসুদ সহ ফাউন্ডেশনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ মাসুদ বলেন, সেচ্চাসেবী সংগঠন মোঃ মাসুদ ফাউন্ডেশন প্রতিষ্ঠাকালীন সময় থেকে আর্তমানবতার সেবায় বিভিন্ন কর্মসূচি চালিয়ে আসছে। একই সাথে বিভিন্ন সময়ে দুস্থদের মাঝে ত্রাণ বিতরণ এবং অসহায়দের মাঝে নিয়মিত মাসিক অনুদান দিয়ে আসছে। রমজান মাসে ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রতি শুক্রবার পথচারী রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করেছে। সামাজিক দায়বদ্ধতা থেকে ফাউন্ডেশন বিভিন্ন সময়ে এসব আয়োজন করে থাকে।