শ্রীমঙ্গলে দারুল ক্বিরাতের ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ
প্রকাশিত হয়েছে : ১৯ এপ্রিল ২০২৩, ৯:২৯ অপরাহ্ণ
বিশেষ প্রতিনিধি::
পর্যটন নগরী শ্রীমঙ্গলের দৃষ্টিনন্দন কাজী আশরাফ জামে মসজিদ এর দ্বারুল ক্বিরাতের ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
বুধবার (১৯ এপ্রিল) বিকেলে কাজী আশরাফ জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজীব মাহমুদ মিঠুন।
মসজিদটির প্রতিষ্ঠাতা কাজী আয়েশা মনির সভাপতিত্বে ও সাংবাদিক ওমর ফারুক নাঈমের পরিচালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক মামুন আহমেদ, সাংবাদিক আব্দুস শুকুর ও সাংবাদিক জসিম আহমেদ।
অনুষ্ঠানে পবিত্র রমজান মাসব্যাপী যে সকল ছাত্র-ছাত্রীরা সহি কুরআন শিক্ষার আলোকে দ্বারুল ক্বিরাতে যে সকল শিশুরা অংশগ্রহণ করেন তাদের সকলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণ শেষে ইফতার মাহফিলে অংশ নেন সবাই।
অনুষ্ঠানের প্রধান অতিথি শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজীব মাহমুদ মিঠুন অনুষ্ঠানস্থলে পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছা জানান ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন কাজী আশরাফ জামে মসজিদের প্রতিষ্ঠাতা কাজী আয়েশা মনি।