ভূমিহীন মসজিদ সৈয়ারপুর শাখার বিদায়ী অনুষ্ঠান সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ১৮ এপ্রিল ২০২৩, ৭:২৪ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
দারুল ক্বিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট ভূমিহীন মসজিদ সৈয়ারপুর শাখার ফলাফল ঘোষণা, প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও বিদায়ী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
আজ ১৮ এপ্রিল মঙ্গলবার বিকালে দারুল ক্বিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট ভূমিহীন মসজিদ সৈয়ারপুর শাখার নাজিম মো. হাসান মিয়ার সভাপতিত্বে এবং ক্বারী আকরাম খানের সঞ্চালনায় বিদায়ী অনুষ্ঠানে সূচনা বক্তব্য রাখেন প্রধান ক্বারী রাজন আহমদ।
বিদায়ী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক সমকালের মৌলভীবাজার জেলা প্রতিনিধি নুরুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন ঢাকা পোস্টের মৌলভীবাজার জেলা প্রতিনিধি ওমর ফারুক নাঈম, মসজিদ কমিটির মুতাওয়াল্লি শহিদ মিয়া, এলাকার মুরব্বি গেদু মিয়া, হাফিজ ক্বারী জুবায়ের আহমদ, ক্বারী মিছবাউর রহমান, ক্বারী আলী আহমদ , মসজিদ কমিটির সদস্য খালিদ হাসান প্রমুখ।