মৌলভীবাজারে পহেলা বৈশাখ উদযাপিত
প্রকাশিত হয়েছে : ১৪ এপ্রিল ২০২৩, ৪:২৯ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
উৎসব আয়োজনে মৌলভীবাজারে পালিত হচ্ছে পহেলা বৈশাখ-বাঙলা নববর্ষ।
শুক্রবার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখ সকাল সাড়ে দশটায় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে শহরে মঙ্গল শোভাযাত্রা বের হয়। শোভা যাত্রায় নানা শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-০৩ আসনের সংসদ সদস্য জনাব নেছার আহমদ। এসময় আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, পৌর মেয়র ফজলুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রভাংশু সোম মহান, অতিরিক্ত পুলিশ সুপার মোহসিন প্রমুখ।