আসর থেকে ৩ জুয়ারি আটক
প্রকাশিত হয়েছে : ১২ এপ্রিল ২০২৩, ৮:১৬ অপরাহ্ণ
বিশেষ প্রতিবেদক::
মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এক বিশেষ অভিযানে জুয়ার আসর থেকে জুয়া খেলার সরঞ্জামসহ ৩ জুয়ারিকে আটক করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে গতকাল (১১ এপ্রিল) রাত পৌনে নয়টার সময় এসআই তোফাজ্জল হোসেনসহ ডিবি পুলিশের একটি দল মৌলভীবাজার সদর থানার চাঁদনীঘাট ইউনিয়নের দিঘলগজি এলাকায় অভিযান চালায় পুলিশ। এলাকার মাহমুদ মিয়ার টিলার উপর থেকে সুফিয়ান মিয়া(৪৫), সুলেমান (৪৫) এবং আনু মিয়া (৫০) নামে ৩ জনকে আটক করা হয়।
এসময় তাদের কাছ থেকে জুয়া খেলায় ব্যবহৃত ৫২ টি তাস এবং নগদ ১ হাজার ৬৫০ টাকা জব্দ করা হয়।
ঘটনায় আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে মৌলভীবাজার সদর থানায় জুয়া আইনে একটি মামলা রুজু করা হয়েছে।