ঈদের আগেই ঘরে ঘরে পৌঁছে গেল খাবার
প্রকাশিত হয়েছে : ১১ এপ্রিল ২০২৩, ৪:৩৫ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
ব্যাগ কাঁধে ছুটে চলছে একদল তরুণ। উঁচু নিচু পথ আর কাঁদা জল মাড়িয়ে এক বাড়ি থেকে অপর বাড়ি ছুটছেন তারা। যাচ্ছেন এক গ্রাম থেকে আরেক গ্রামে। সবার ঘরে ঘরে গিয়ে পৌঁছে দিচ্ছেন খাবারের ব্যাগ। এভাবেই মৌলভীবাজার সদর উপজেলার আপার কাগাবলা ইউনিয়নের বন্ধন সমাজকল্যাণ সংস্থা ঈদের আগেই ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে খাবার। ইউনিয়নের নয়টি ওয়ার্ডের হতদরিদ্র পরিবারের ঘরে পৌঁছে গেছে রমজান ও ঈদের খাদ্য সামগ্রী।
সোমবার (১০ এপ্রিল) সকালে থেকে শুরু হয় ঘরে ঘরে খাবারের ব্যাগ বিতরণ কার্যক্রম। বন্ধন সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে আপার কাগাবলা ইউনিয়নের নয়টি ওয়ার্ডে দরিদ্র দুইশত পরিবারের হাতে এই খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়।
সকালে এই কার্যক্রমের উদ্বোধন করেন সংগঠনের উপদেষ্ঠা কবির উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য দেলোয়ার হোসেন, ইউপি সদস্য ফরহাদ হোসেন, সভাপতি সাকিবুর রহমান মেরাজ, সাধারণ সম্পাদক আকমল হোসেন, সহ সভাপতি আজমল হোসেন, সংস্থার স্থায়ী কমিটির সদস্য, ফয়েজ আহমদ, রাবেল মিয়া, অর্থ সম্পাদক সাহেল রানা, সহ তথ্য সম্পাদক মাহফুজ ইমন, শিক্ষা সম্পাদক শামসুল ইসলাম, উন্নয়ন সম্পাদক শহিদ আহমদ পল্লব, সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আব্দুল হেকিম, সহ উন্নয়ন সম্পাদক আব্দুস সামাদ, আন্তর্জাতিক অর্থ বিষয়ক সম্পাদক এমদাদুল হক, ও মাহি উদ্দিন, ক্রীড়া সম্পাদক সুহিন মিয়া, সহ ক্রীড়া সম্পাদক, রোহান আহমেদ সদস্য নাহিদুর রহমান নাহিদ, সামি আহমদ, জুনেল মিয়া, রিয়ন আহমদ, মিলাদ হোসেন, রুবেল মিয়া সহ প্রমুখ।
জানা যায়, রমজান মাস ও আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বন্ধন সমাজকল্যাণ সংস্থা আপার কাগাবলা ইউনিয়নের অভাবগ্রস্ত মানুষের মাঝে খাবার বিতরণের উদ্যোগ নেয়। সেজন্য রমজানের শুরু থেকে তারা ফান্ড কালেকশন কার্যক্রম চালায়। সচ্ছল ও প্রবাসীদের কাছ থেকে তারা প্রায় দুই লক্ষ টাকার সংগ্রহ করতে সক্ষম হয়। এরপর শুরু করেন তারা ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ে তালিকা সংগ্রহ কার্যক্রম। সেখানে দেখা গেলো অনেক অভাবগ্রস্ত লোক আছেন যারা আড়ালে থেকে যান। এজন্য এবার তারা ঘরে ঘরে খাবার সামগ্রী পৌঁছে দেয়ার কার্যক্রম শুরু করেন।
বন্ধন সমাজকল্যাণ সংস্থার উপদেষ্ঠা কবির উদ্দিন বলেন, অনেক অসহায় মানুষ আছেন যারা মুখে ফুটে কাউকে বলতে পারেন না। কারো ঘরে আয় রোজগার করার মতো মানুষ নেই। সরকারি ত্রাণের লাইনে গিয়ে যারা দাঁড়াতে পারেন না, আমারা তাদের ঘরে ঘরে ফুড প্যাকটি পৌঁছে দিতে সক্ষম হয়েছি। আমাদের সংগঠনের সদস্যরা নিজেরা টাকা দিয়ে এবং উপদেষ্ঠাদের কাছ থেকে কালেকশন করে এই কার্যক্রম পরিচালনা করছেন।
বন্ধন সমাজকল্যাণ সংস্থার সভাপতি সাকিবুর রহমান মেরাজ বলেন, আর্থ মানবতার সেবায় নিয়োজিত আমাদের সংগঠন। ২০১৮ সাল থেকে আমরা বিভিন্ন সামাজিক কার্যক্রম করে আসছি। এই ধারাবাহিকতায় আমাদের এই ফুড প্যাকের মধ্যে রমজানের ইফতারসহ আসন্ন ঈদের জন্য খাবারও আছে। দুই শতাধিক পরিবারের ঘরে ঘরে আমরা তা পৌঁছে দিয়েছি। মানুষ জানতো না, আমরা খাবার নিয়ে আসবো, তারা আমাদের উপহার পেয়ে আনন্দে আত্মহারা হয়েছেন।
আপার কাগাবলা ইউনিয়নের সদস্য দেলোয়ার হোসেন বলেন, এই সংস্থার সঙ্গে যারা জড়িত সবাই উদীয়মান তরুণ। আমার বিশ্বাস এদের মাধ্যমে সমাজের ভালো কাজ ও কল্যাণ কাজ সম্ভব। তাদের উৎসাহ দিয়ে আমরাও তাদের সঙ্গে কাজ করছি। তাদের জন্য আমাদের সহযোগিতা সব সময় থাকবে।