শ্রীমঙ্গলে র্যাবের হাতে ২শ ৪৭ বোতল ফেনসিডিলসহ ২জন মাদক ব্যবসায়ী আটক
প্রকাশিত হয়েছে : ১০ এপ্রিল ২০২৩, ৯:৪৮ অপরাহ্ণ
শ্রীমঙ্গল প্রতিনিধি::
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ২শ ৪৭ বোতল ফেনসিডিলসহ ২জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে শ্রীমঙ্গলস্থ র্যাব-৯ এর সদস্যরা।
রবিবার দিবাগত গভীর রাতে শ্রীমঙ্গল সদর ইউনিয়নের উত্তর ভাড়াউড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন, শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের গাজীপুর (কালাপুর) এলাকার বাসিন্দা মৃত কুতুব উল্লাহ এর ছেলে মোঃ মামুনুর রশিদ (২৪) এবং একই ইউনিয়নের পূর্ব লামুয়া এলাকার বাসিন্দা মৃত রহমত মিয়ার ছেলে মোঃ ইমরান মিয়া (২৩)।
শ্রীমঙ্গলস্থ র্যাব-৯ মিডিয়া অফিসার সিনিয়র এএসপি আফসান-আল-আলম এর সাক্ষরিততে প্রেস বিজ্ঞপ্তিতে জানান, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক আসামী ও জব্দকৃত আলামতসহ শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে।