কবিতা: বড্ড গরম ll প্রিতময় সেন
প্রকাশিত হয়েছে : ১০ এপ্রিল ২০২৩, ৯:৪৫ অপরাহ্ণ
বড্ড গরম
প্রিতময় সেন
প্রকৃতির এই তীব্র তেজে
মানুষ হাহাকার করছে,
একটুখানি স্বস্তির খোঁজে।
ঋতু বদলের সাথে দেখা মেলেছে
গরম নামক এক যন্ত্রণার সাথে,
সকাল, দুপুর সর্বক্ষণে
মানুষকে সে পুড়িয়ে মারছে।
গরমের এই অস্থিরতার ফাঁকে
একটু যদি বৃষ্টির দেখা মেলে,
প্রকৃতি জুড়ে তক্ষুণি যেন
সজীবতায় স্নিগ্ধতা ফিরে।
আজ’যে দক্ষিণা দুয়ার খুলে
অনেকে’ই চেয়ে থাকে,
প্রকৃতির মন জুড়ানো সেই বাতাস
কখন এসে একটু স্বস্তি দেবে।
লেখক: প্রিতময় সেন, খাগড়াছড়ি।