ট্যালেন্টপুল বৃত্তি পাওয়া ৬০ শিক্ষার্থীকে ফুলকুঁড়ি আসরের সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ৯ এপ্রিল ২০২৩, ১:২২ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
জাতীয় শিশুকিশোর সংগঠন ফুলকুঁড়ি আসর মৌলভীবাজার শহর শাখার উদ্যোগে ৬০ জন শিক্ষার্থীকে ট্যালেন্টপুল বৃত্তি সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শনিবার (৮ এপ্রিল) মৌলভীবাজার পৌর মিলনায়তনে ফুলকুঁড়ি আসর মৌলভীবাজার শহর শাখার পরিচালক আব্দুল্লাহ আল মুনতাছির এর সঞ্চালনায় ও উপদেষ্টা সভাপতি সিনিয়র আইনজীবী এখলাছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় আসরের তথ্য প্রযুক্তি সম্পাদক আবু সাঈদ মোহাম্মদ রুম্মান। বিশেষ অতিথি ছিলেন ছড়াকার ও সাহিত্যিক আসরের সাংস্কৃতিক উপদেষ্টা আবদাল মাহবুব কোরেশি, আসরের সাবেক পরিচালক ব্যাংকার শহিদুল ইসলাম, সাবেক পরিচালক সুলতান আরেফিন খাঁন তাজুল, সিলেট মহানগরীর পরিচালক আহমদ তালহা।
সংবর্ধনা অনুষ্ঠান শেষে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট প্রদান করেন অতিথিরা। অনুষ্ঠানে মৌলভীবাজারের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।