শনিবার মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে খেলাফত মজলিসের আমীরের জানাযা
প্রকাশিত হয়েছে : ৮ এপ্রিল ২০২৩, ১২:২৯ পূর্বাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
খেলাফত মজলিসের আমীর, বেফাকুল মাদারিসিল আরাবিয়ার সাবেক মহাপরিচালক শায়খুল হাদীস মাওলানা যোবায়ের আহমদ চৌধুরীর জানাযার নামাজ শনিবার মৌলভীবাজারে অনুষ্ঠিত হবে।
শুক্রবার (৭ এপ্রিল) নারায়ণগঞ্জে খেলাফত মজলিসের ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য শেষে ইফতার গ্রহণকালে তিনি স্ট্রোক করেন এবং সাথে সাথে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৩ বছর। তিনি স্ত্রী, ৪ ছেলে, ৩ মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে নিজ জেলা মৌলভীবাজারে শোক বিরাজ করছে।
ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় সভাপতি আহমদ সোহাইল ঢাকা পোস্টকে জানান, আমীরে মজলিস শায়খুল হাদীস অধ্যাপক যুবায়ের আহমদ চৌধুরী রাহিমাহুল্লাহর একমাত্র জানাযা আগামীকাল ৮ এপ্রিল শনিবার বিকেল ৩টায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে।
মাওলানা যোবায়ের আহমদ চৌধুরী ১৯৫০ সালের ১ ডিসেম্বর মৌলভীবাজার শহরের শাহ মোস্তফা রোডস্থ বাসায় জন্মগ্রহণ করেন। তাঁর বাবা মাওলানা আব্দুন নূর শায়খে ইন্দেশ্বরী রা:। পিতার প্রতিষ্ঠিত মৌলভীবাজার শহরস্থ আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুমে ১৯৬৬ইং সনে প্রাথমিক শিক্ষা সমাপ্ত করেন। ১৯৭১-৭২ সালে তিনি মৌলভীবাজারের জামিয়া লুৎফিয়া আনোয়ারুল উলূম বরুনায় মেশকাত এবং দাওরায়ে হাদীস সম্পন্ন করেন। ১৯৭৩ সালে নেত্রকোনার মউ মাদরাসায় হাদীসের দরস প্রদানের মাধ্যমে জীবনের প্রথম শিক্ষকতা করেন। একবছর পর সেখান থেকে আবার ফিরে আসেন নিজ জেলা মৌলভীবাজারে। ১৯৭৪ সালে দেশের প্রাচীনতম দ্বীনি প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া রায়পুরে শিক্ষকতা করেন। ১৯৭৫ সালের ১১ই নভেম্বর মৌলভীবাজার ডিগ্রী কলেজে ইসলামিয়াত ও ইসলামিক হিস্ট্রি বিভাগে অধ্যাপক হিসেবে নিয়োাগ প্রাপ্ত হন। সেখানে ১৯৭৮ সালের শেষ পর্যন্ত প্রায় তিন বছর অধ্যাপনা করেন। এরপর বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করেন।
তিনি ২০১৬ থেকে ২০২২ সাল পর্যন্ত বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের মহাপরিচালক দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি নারায়ণগঞ্জের তারাবো বিশ্বরোড জামিয়া ক্বাওমিয়া আরাবিয়ার শায়খুল হাদিসের দায়িত্ব পালন করছেন।
১৯৮৯ থেকে ২০০৭ সাল পর্যন্ত মাওলানা যোবায়ের আহমদ চৌধুরী খেলাফত মজলিসের মৌলভীবাজার জেলা সভাপতির দায়িত্ব পালন করেন। এরপর বিভিন্ন দায়িত্ব পালনের পর ২০২৩ সালে খেলাফত মজলিসের আমীর নির্বাচিত হন।