ঈদের আগেই মাওঃ মামুনুল হককে মুক্তি দিন: মৌলভীবাজারে মাও: রেজাউল করীম জালালী
প্রকাশিত হয়েছে : ৬ এপ্রিল ২০২৩, ৪:২১ অপরাহ্ণ
বিশেষ প্রতিবেদক::
বাংলাদেশ খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে তাক্বওয়া অর্জনে মাহে রমজানের ভূমিকা শীর্ষক “আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ১৩ রমজান ৫ এপ্রিল বাংলাদেশ খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা শাখার উদ্দ্যোগে শহরের খানদানী রেষ্টুরেন্টে মৌলভীবাজার জেলা সভাপতি মুফতী মাওঃ হাবিবুর রহমান কাসেমীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুফতী হিফজুর রহমান হেলাল ও সহ সাধারণ সম্পাদক মাওলানা ইসলাম উদ্দীনের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা রেজাউল করীম জালালী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুগ্ন মহাসচিব মাওলানা কোরবান আলী কাসেমী, কেন্দ্রীয় যুগ্ন মহাসচিব আব্দুল আজিজ, প্রধান অতিথির বক্তব্যে মাওঃ জালালী বলেন মাওলানা মামুনুল হক দেশ ও জাতির সম্পদ তিনি একজন প্রাজ্ঞ,অভিজ্ঞ শিক্ষাবিদ, বরেন্য শায়খুল হাদীস এ দেশের সুপরিচিত ওয়ায়েজ ও আদর্শিক রাহবার দীর্ঘ দুই বছর যাবৎ তাঁকে সম্পূর্ন বেআইনিভাবে জেলে আটকিয়ে করে রাখা হয়েছে। যার ফলে যেমনিভাবে দেশ ও জাতি ক্ষতিগ্রস্থ হচ্ছে ঠিক তেমনিভাবে ছাত্ররাও তার দরস থেকে বঞ্চিত হচ্ছে। তাই জাতির এ ক্রান্তিলগ্নে ঈদের আগেই মাওলানা মামুনুল হকসহ কারাবন্দী সকল উলামায়ে কেরামকে দ্রুত মুক্তি দেওয়ার আহবান জানাচ্ছি। অন্যথায় ঈদের পর তৌহিদি জনতাকে সাথে নিয়ে কঠিন আন্দোলনে গড়ে তোলা হবে।
তিনি আরো বলেন, রমজান মাস সিয়াম সাধনার মাস। রহমত, বরকত ও মাগফেরাতের মাস। এ মাসে ইবাদত বন্দেগির মাধ্যমে মুমিন মুসলমানেরা তাক্বওয়া অর্জনে সচেষ্ট হয়। তাই প্রত্যেক মুসলমানের উচিত রমজানের ফয়েজ ও বরকত হাসিল করে ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তি নিশ্চিত করা।
পরিশেষে সরকারকে লক্ষ্য করে মাওঃ জালালী বলেন, মানুষ মহাকষ্টে আছে। মানুষের কথা ভাবুন। মানুষকে বাঁচতে দিন। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়েই চলছে। দাম নিয়ন্ত্রনে কঠোর ব্যবস্থা নিন। দ্রব্যমূল্যের উর্ধ্বোগতি রোধ করুন।
এছারাও উপস্থিত ছিলেন বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ সভাপতি আলহাজ্ব আয়াছ আহমদ, ইসলামি ঐক্যজোট এর জেলা সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম, ও সাধারণ সম্পাদক মাওলানা নুরুল ইসলাম, ইসলামি আন্দোল এর জেলা সাধারণ সম্পাদক মাওলানা সুলাইমান সাংবাদিক গিয়াস আহমদ, জেলা সহ-সভাপতি মাওলানা ফারুক আহমেদ,সহ সভাপতি মাওঃ মাসুক আহমদ, সহ-সভাপতি মাওলানা আবুল কালাম, সহ-সভাপতি মাওলানা শায়খ ইমদাদুর রহমান, সহ সাধারণ সম্পাদক মাওলানা ফেরদাউস আহমদ, সদর উপজেলা শাখার সভাপতি মাওলানা ইসমাইল আলী, সাধারণ সম্পাদক শেখ সাদী,রাজনগর উপজেলা সভাপতি মাওলানা আব্দুল মুকিদ, সহ সভাপতি মাওলানা মওসুফ আহমদ, জেলা সাংগঠনিক সম্পাদক মাওঃ রহমত আলী, সহ সাংগঠনিক সম্পাদক মাওঃ আব্দুল্লাহ আল মামুন, প্রচার সম্পাদক মুফতী রুহুল আমীন, যুব মজলিসের জেলা সভাপতি মাওঃ হাম্মাদ বিল্লাহ, সহ প্রচার সম্পাদক হুসাইন আহমদ আউয়াল রাজনগর উপজেলা শাখার সহ সভাপতি মৌলভী সামছুল ইসলাম, সহ সভাপতি মাওলানা মওসুফ আহমদ, সহ দপ্তর সম্পাদক মাওঃ আনিসুর রহমান, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মাহমুদুল হাসান, সহ প্রশিক্ষণ সম্পাদক মাওলানা বেলাল আহমদ, অফিস সম্পাদক মাওঃ আব্দুল ওয়াজিদ, সহ অফিস সম্পাদক মাওঃ তাজুল ইসলাম, ইসলামি ছাত্র মজলিসের জেলা আহবায়ক আলী আহমদ, মোঃ সাইদুর রহমান প্রমুখ।
পরিশেষে দেশ জাতি ও মুসলিম উম্মাহের শান্তি এবং কারাবন্দী উলামায়ে কেরাম এর মুক্ত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।