কনকপুরে গ্রামীন মহিলাদের নিয়ে জেলা তথ্য অফিসের উঠান বৈঠক
প্রকাশিত হয়েছে : ১ এপ্রিল ২০২৩, ৮:৩৫ অপরাহ্ণ
বিশেষ প্রতিনিধি::
মৌলভীবাজার সদর উপজেলার কনকপুর ইউনিয়নের ওয়ার্ড নং-৪, ৫, ৬, ৭, ৮, ৯ এর আওতায় দত্ত বিনোশনা ও দলদাড়িয়া গ্রামে গ্রামীন মহিলাদের নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১লা এপ্রিল) দুপুরে মৌলভীবাজার জেলা তথ্য অফিসের আয়োজনে সদও উপজেলার কনকপুর ইউনিয়নের দত্ত বিনোশনা গ্রামের ডা: গোপাল চন্দ্র দেব এবং বিকেলে নলদাড়িয়া গ্রামের ইউপি মহিলা সদস্য গীতা রানী চন্দ এর বাড়িতে উঠান বৈঠকে প্রধান অতিথি ছিলেন জেলা তথ্য অফিসার মো: আনোয়ার হোসেন।
কনকপুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য গীতা রানী চন্দ এর সভাপতিত্বে জেলা তথ্য অফিসের কামরুন নাহার এর পরিচালনায় উঠান বৈঠকে বিশেষ বক্তা ছিলেন জেলা পলিসি ফোরামের সভাপতি নজরুল ইসলাম মুহিব। বক্তব্য রাখেন আব্দা বহুমুখি যুব সংঘের নির্বাহী পরিচালক সাজ্জাদুর রহমান,বিভা মালাকার কল্পনা দেব মো: জাকির আহমদ প্রমুখ।
উঠান বৈঠকে শিক্ষা সহায়তা কর্মসূচি, যৌতুক, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার জন্য করণীয়, স্মার্ট বাংলাদেশ গড়তে নাগরিকদের করণীয়,গুজব প্রতিরোধে করণীয়, ইত্যাদি বিষয়ে আলোচনা করেন অতিথিবৃন্দ।
প্রধান অতিথি জেলা তথ্য অফিসার আনোয়ার হোসেন বলেন, নারীর ক্ষমতায়নের জন্য সরকারের নানা পদক্ষেপ নিয়েছে। তিনি তার বক্তব্যে নারী শিক্ষা, স্বাস্থ্য,যৌতুক, গ্রামীন নারীদের উন্নতির নানা দিক, সামাজিক কুপ্রথা ইত্যাদি নিয়ে সার্বিক আলোচনা করেন। তিনি তাঁর বক্তব্যে নানা বিষয়ে আলোচনার পাশাপাশি সার্বিক সহায়তা করার আশ্বাস দেন।
উঠান বৈঠকে সদর উপজেলার কনকপুর ইউনিয়নের দত্ত বিনোশনা ও নলদাড়িয়া গ্রামের প্রান্তিক নারী ও গৃহবধুরা উপস্থিত ছিলেন।