সকালের বৃষ্টিতে ভিজলো মৌলভীবাজার
প্রকাশিত হয়েছে : ১৫ মার্চ ২০২৩, ৫:২৫ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
দেশের আবহাওয়ায় আগে থেকেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছিলো আবহাওয়া অফিস। আজ বুধবার (১৫ মার্চ) দিনের সকালেই এক পশলা বৃষ্টি হয়েছে সিলেটের মৌলভীবাজারসহ দেশের আরও কিছু জেলায়। তবে আকাশ এখনো পরিষ্কার হয়নি। মাঝে মাঝে সূর্য উঁকি দিলেও ভেসে বেড়াচ্ছে মেঘ।
এদিকে বুধবার ১২ ঘণ্টার পূর্বাভাসে ঢাকাসহ দেশের বেশ কিছু জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
এতে বলা হয়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এ অবস্থায় কুমিল্লা, যশোর ও কুষ্টিয়া অঞ্চলসহ ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরবর্তী ৪৮ ঘণ্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। বর্ধিত পাঁচদিনে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত বৃদ্ধি পেতে পারে।