অসহায় ও দৃস্থ শিশু কিশোরদের মাঝে পোষাক বিতরণ
প্রকাশিত হয়েছে : ১০ মার্চ ২০২৩, ৭:০০ অপরাহ্ণ
বিশেষ প্রতিনিধি::
মৌলভীবাজার জেলার হতদরিদ্র অসহায় ও দুস্থ শিশু কিশোরদের মাঝে পোষাক বিতরণ করা হয়েছে। শুক্রবার (১০মার্চ ) দুপুরে মৌলভীবাজার আব্দা বহমুখী যুব সংঘ (আবয়ুস) এর আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শিশু কিশোরদেও মাঝে পোষাক বিতরন করা হয়।
জেলা পলিসি ফেপরামের সভাপতি নজরুল ইসলাম মুহিব এর সভাপতিত্বে এবং আব্দা বহমুখী যুব সংঘ (আবযুস) এর নির্বাহী পরিচালক সাজ্জাদুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক),প্রভাংশু সোম মহান, ব্র্যাক জেলা সমন্বয়ক ইলিমেন্ট হাজং, জেলা রেড ক্রিসেন্টের সাধারন সম্পাদক এডভোকেট রাধাপদ দেব সজল, সাংবাদিক নজরুল ইসলাম মুহিব,ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্ডস এর উপ সহকারি পরিচালক নিয়াদ আহমদ, ষ্টেশন কর্মকর্তা যীশু তালুকদার,অতিরিক্ত পুলিশ সুপার মো: মহসিন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মতর্কা মোহাম্মদ ছাদু মিয়া,মৌলভীবাজার সদও উপজেলা ত্রান ও পুর্ণবাসন কর্মকর্তা আজেদুর রহমান। সরকারি কর্মকর্তা, বিভিন্ন নারী সংগঠনের প্রতিনিধি,এনজিও প্রতিনিধি,সাংবাদিক, বিভিন্ন শ্রেণী পেশার নারীরা এ সময় উপস্থিত ছিলেন। মৌলভীবাজার জেলার দুই শাতাধিক শিশু কিশোর দুস্থ অসহায় মানুষের মাঝে পোষাক বিতরণ করা হয়।