শুক্রবার থেকে শুরু চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৩
প্রকাশিত হয়েছে : ৯ মার্চ ২০২৩, ৫:২২ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
মৌলভীবাজার সদর উপজেলা চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৩ এর লোগ উন্মোচন করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ মার্চ) দুপুরে সদর উপজেলার সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন ও লোগো উম্মেচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টের দৃষ্টিনন্দন লোগো উম্মেচন করেন সদর উপজেলা চেয়ারম্যান মোঃ কামাল হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন মৌলভীবাজার সদর উপজেলার একাটুনা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আবু সুফিয়ান। লোগো উন্মোচন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি সাদিয়া সুলতানা। এ সময় ইলেকট্রনিক প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
১০ মার্চ শুক্রবার বিকাল সাড়ে তিনটায় সদর উপজেলা ক্রীড়া পরিষদের আয়োজনে সদর উপজেলার কনকপুর ইউনিয়নের শাহবন্দর পতন মাঠে খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মৌলভীবাজার রাজনগর ৩ আসনে সংসদ সদস্য নেছার আহমদ। অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংরক্ষিত নারী সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন। উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন সদর উপজেলার চেয়ারম্যান ও চেম্বারের সভাপতি মো. কামাল হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সদর উপজেলার র্নিবাহী অফিসার মো: শরিফ উদ্দিন।
১২ ইউনিয়ন নিজ নিজ নামে এই টুর্নামেন্টে অংশ গ্রহণ করবে। নকআউট পদ্ধতিতে খেলা পরিচালিত হবে। সম্পূর্ন টুর্নামেন্টের স্পন্সর কনকপুর ইউনিয়নের চেয়ারম্যান রুবেল আহমদ।