রাজন আহমদ : হাওর আন্দোলনের বরপুত
প্রকাশিত হয়েছে : ৮ মার্চ ২০২৩, ২:৪২ অপরাহ্ণ
রাজন আহমদ : হাওর আন্দোলনের বরপুত
সাকি সায়ন্ত
এখন গন্তব্য অনেক
কোন দিকে যাবে?
পেছনে ফসলের ডাক
সারি সারি ধানের চারা
সবুজ শস্যের আলো এসে পড়ে গায়-
উত্তরে ডাকাতের বাড়ি
পশ্চিমে জল অথই
সবপথ ডাকে-
এখন স্তুতিকাল
বন্দনা গীত-
শায়খের আস্তিনে নুয়ে পড়ে
জীবনের গীত- যৌবনের অহম।
সাকি সায়ন্ত | ৮ ফেব্রুয়ারি ২০২৩