মৌলভীবাজারে সড়কে ঝরল ২ প্রাণ
প্রকাশিত হয়েছে : ৮ মার্চ ২০২৩, ২:৩০ অপরাহ্ণ
বিশেষ প্রতিবেদক::
মৌলভীবাজারের সদর উপজেলায় কাভার্ডভ্যানের চাপায় মুন্নি বেগম (৪) নামের এক শিশু নিহত হয়েছে। উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের জগন্নাথপুর এলাকায় এ ঘটনা ঘটে।
অন্যদিকে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী সুহেল আহমেদ নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার (৬ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার রাজনগরের চাটুরা এলাকায় এ ঘটনা ঘটে। সুহেল আবুল খায়ের গ্রুপে মার্কেটিং অফিসার হিসেবে কাজ করতেন।
জানা যায়, মুন্নি পাশের বাসায় শিরনি খাওয়ার জন্য যাচ্ছিল। এ সময় শ্রীমঙ্গল থেকে ছেড়ে আসা দ্রুতগতির একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। গতকাল (সোমবার) সন্ধ্যায় শ্রীমঙ্গল সড়কের জগন্নাথপুর এলাকায় ঘটনা ঘটে। এসময় কাভার্ডভ্যানচালক পালিয়ে যান। তবে তার সহকারীকে আটক করা হয়েছে। নিহত শিশুর বাবা মুন্না মিয়া পেশায় একজন ট্রাক শ্রমিক।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী জানান, শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
অন্যদিকে রাত সাড়ে ৮টার সময় মৌলভীবাজারের রাজনগরের চাটুরা এলাকায় ট্রাকের পেছনে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী সুহেল আহমেদ গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেন রাজনগর থানার এসআই মোহাম্মদ ওয়াবেদ। তার বাড়ি কুমিল্লায় বলে প্রাথমিকভাবে জানা গেছে।