চুলার আগুনে জ্বলসে গৃহবধুর মৃত্যু
প্রকাশিত হয়েছে : ৬ মার্চ ২০২৩, ১০:৩৯ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
মৌলভীবাজারের রাজনগর উপজেলায় চুলার আগুনে জ্বলসে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
সোমবার (৬ মার্চ) দুপুরে উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের নোয়াটিলা গ্রামে এ ঘটনা ঘটে। মৃত নেপুর বেগম (২৪) জায়েদ মিয়ার স্ত্রী। তাদের ৪ মাস বয়সের এক ছেলে রয়েছে।
পারিবারিক সূত্রে জানাযায়, সকালে ছেলে শাফির খাবার তৈরি করতে রান্না ঘরে যান নেপুর বেগম। কিছুক্ষণ পর দেখা যায় চুলার আগুনে জ্বলসে মাটিতে পড়ে আছেন নেপুর। মারাত্মক আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যাওয়ার সময় রাস্তায় মৃত্যু হয়।
গৃহবধূর শাশুড়ি আছারুন বেগম বলেন, নেপুরের উচ্চ রক্তচাপ ছিল। এমতাবস্থায় সে শিশুর খাবার তৈরি করতে রান্না ঘরে যায়। এসময় আমি বাহিরে ছিলাম। এসে দেখি সে চুলায় উপুর হয়ে পড়ে আছে। এই অবস্থায় দেখে চিৎকার দিলে আমার ছেলে জায়েদ ও আশেপাশের লোকজন এসে তাকে নিয়ে হাসপাতালে যায়।
মুন্সিবাজার ইউপি চেয়ারম্যান রাহেল হোসেন বলেন, ঘটনা শুনে আমি তাৎক্ষণিক তাদের বাড়ি গিয়েছি। পারিবারিক বিরোধ নেই। মেয়ের মায়ের দাবির প্রেক্ষিতে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিনয় ভূষণ রায় বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। স্থানীয়দের সাথে কথা বলে জানতে পারলাম মৃত নেপুরের উচ্চ রক্তচাপ ছিল। নিহতের পরিবারের দাবীতে লাশ ময়না তদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।