আন্তর্জাতিক শানে রিসালাত মহাসম্মেলন সফলের লক্ষে মৌলভীবাজারে প্রচার মিছিল
প্রকাশিত হয়েছে : ৩ মার্চ ২০২৩, ৯:১২ পূর্বাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
আগামী ৩ ও ৪ মার্চ-২০২৩ ঈসায়ী শুক্রবার ও শনিবার সিলেট সরকারি আলিয়া মাদরাসা ময়দানে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক শানে রিসালাত মহাসম্মেলন সফলের লক্ষে বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ ও তালামীযে ইসলামিয়া মৌলভীবাজার শহর শাখার প্রচার মিছিল সুন্দরভাবে সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার ২ মার্চ মৌলভীবাজার শহর আল ইসলাহ’র আহবায়ক মাওলানা ইসহাক আহমদ এর সভাপতিত্বে ও সদস্য সচিব মাওলানা মোহাম্মদ শফিকুল আলম এর সঞ্চালনায় মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা আল ইসলাহ’র সভাপতি মাওলানা মুফতি মোঃ শামছুল ইসলাম।
মিছিলে নেতৃত্ব দেন মৌলভীবাজার টাউন কামিল মাদরাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা মো: আমিনুল ইসলাম, মৌলভীবাজার জেলা আল ইসলাহ’র সহ সভাপতি মাওঃ মকবুল হোসেন খান, সাধারণ সম্পাদক হাফিজ মাওঃ এনামুল হক, সহ সাধারণ সম্পাদক মাওঃ সৈয়দ ইউনুছ আলী, সাংগঠনিক সম্পাদক মাওঃ বশির আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক মাওঃ মোঃ শামসুল ইসলাম, মাওলানা মুফতি রুহুল আমীন,মাওলানা এম. ফয়জুল ইসলাম, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মাওঃ মোঃ সিরাজুল ইসলাম মাসুক, কেন্দ্রীয় আল ইসলাহ’র সদস্য কাজী মাও: নাসির উদ্দিন,সদর উপজেলা আল ইসলাহ’র সভাপতি কাজী মাওলানা কবির আহমদ তালুকদার, নওমৌজা জগৎপুর দাখিল মাদরাসার সুপার মাওলানা নেজাম উদ্দিন চৌধুরী, সহকারী শিক্ষক মাওলানা গৌছ উদ্দিন,কেন্দ্রীয় তালামীযের সাবেক সহ সাধারণ সম্পাদক জায়েদ আহমদ চৌধুরী, কেন্দ্রীয় সহ প্রচার সম্পাদক এম. এ. জলিল,জেলা সভাপতি এম. কাওছার আহমদ, সাধারণ সম্পাদক মোঃ নাসির খাঁন, সাবেক সাধারণ সম্পাদক মাওঃ মোঃ বেলাল উদ্দিন কামরান, ইয়াকুবিয়া হিফজুল কুরআন বোর্ড মৌলভীবাজার সদর উপজেলার সহ সাধারণ সম্পাদক হাফিজ আব্দুল মোতালিব,জেলা তালামীযের সহ সাধারণ সম্পাদক মো: আলী রাব্বী রতন,সহ প্রচার সম্পাদক মো: আজিজুল ইসলাম রিয়াদ,শহর তালামীযের সভাপতি আফসার ইবনে রহিম, সদর উপজেলা তালামীযের সাধারণ সম্পাদক মো: গিয়াস উদ্দীন রাফি, মৌলভীবাজার টাউন কামিল মাদরাসা শাখার সাধারণ সম্পাদক শেখ মাছুম সিদ্দকী,সরকারি কলেজ তালামীযের সাধারণ সম্পাদক মো: আব্দুল কুদ্দুস প্রমূখ।