মানুষের অধিকার হরণকারী জুলুমবাজ সরকারের বিরুদ্ধে দুর্বার গণআন্দোলন গড়ে তুলতে হবে: মৌলভীবাজারে জামায়াতের আমীর
প্রকাশিত হয়েছে : ২৫ ফেব্রুয়ারি ২০২৩, ৭:৩৩ অপরাহ্ণ
বিশেষ প্রতিবেদক::
দেশে গণতন্ত্র নেই, মানুষের অধিকার নেই, জান ও মালের নিরাপত্তা নেই, সর্বত্র অশান্তি বিরাজ করছে। খুন, গুম ও জুলুম নির্যাতন নিষ্পেষন তীব্রতর হচ্ছে । মানুষের সাংবিধানিক মৌলিক অধিকার হরণকারী এ জুলুমবাজ সরকারের বিরুদ্ধে সারাদেশে দুর্বার গণআন্দোলন গড়ে তুলতে হবে। সরকার যতদিন অন্যায় কাজ করবে, আমাদের আন্দোলন ততদিনই চলবে।
তিনি আরো বলেন, সংবিধান আমাদের সভা সমাবেশ করার অধিকার দিয়েছে। অথচ সভা-সমাবেশের অনুমতি চাওয়া হলে সরকার দিচ্ছে না।নিয়মতান্ত্রিক কর্মসূচি পালনের অধিকার দিতে হবে।
প্রধান অতিথির বক্তব্যে উপরের কথা বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান।
বর্তমান আমীরে জামায়াতকে ভিত্তিহীন মামলায় গ্রেফতারের তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, যারা জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলে তাদেরকে জঙ্গি সাজানোর নাটক চলছে। অবিলম্বে আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমান সহ জাতীয় নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তি দিতে হবে।
আমীরে জামায়াত ভার্চুয়াল এ রুকন সম্মেলনে সংযুক্ত সদস্যদের ব্যক্তিগত জীবনে পাঁচটি বিষয়কে বিশেষ গুরুত্ব দেয়ার আহ্বান জানান: ঋণ মুক্ত জীবন যাপন করা, মালের ওসিয়ত করা, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা, বান্দার হক নষ্ট না করা এবং সবাইকে ক্ষমা করে দেয়া।
জেলা আমীর ইঞ্জিণিয়ার এম শাহেদ আলীর সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি মোঃ ইয়ামীর আলীর উপস্থাপনায় ২৫ফেব্রুয়ারি, শনিবার সকাল ৯টায় অনলাইনে জেলা সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতের সহকারী সেক্রেটারী জেনারেল এডভোকেট এহসান মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় মজলিশে শূরা ও সিলেট অঞ্চল টিম সদস্য মাওলানা হাবিবুর রহমান, সাবেক জেলা আমীর দেওয়ান সিরাজুল ইসলাম মতলিব ও জেলা নায়েবে আমীর আব্দুর রহমান প্রমুখ।