সম্মেলনের ৪ মাসেও হয়নি মৌলভীবাজার জেলা যুবলীগের কমিটি
প্রকাশিত হয়েছে : ২২ ফেব্রুয়ারি ২০২৩, ৮:০০ অপরাহ্ণ
বিশেষ প্রতিবেদক::
মৌলভীবাজার জেলা যুবলীগের সম্মেলন হয়েছে ৪ মাস আগে। অথচ কমিটি ঘোষণা করা হয়নি এখনো। ফলে এ জেলায় যুবলীগের স্বাভাবিক রাজনৈতিক কার্যক্রমে একধরনের স্থবিরতা দেখা দিয়েছে।
যুবলীগের অনেক কর্মীর অভিযোগ গত বছরের ১০ অক্টোবর সংগঠনের জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন শেষে কাউন্সিল অধিবেশনে পুরাতন কমিটি বিলুপ্ত করা হলেও নতুন নেতৃত্ব নিয়ে সমঝোতা হয়নি। ফলে কেন্দ্রীয় নেতৃবৃন্দ ঢাকায় গিয়ে কমিটি ঘোষণা করবেন বলে আশ্বাস দিয়েছিলেন। কিন্তু গত ৪ মাসেও সেই কমিটি ঘোষণা করা হয়নি। এখন পুরো জেলায় যুবলীগের কার্যক্রমে একধরনের স্থবিরতা দেখা দিয়েছে।
সংগঠন সূত্রে জানা গেছে, জেলা যুবলীগের ১০ অক্টোবর ২২ সম্মেলন শেষে জেলা যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদ নিয়ে সংগঠনে দ্বিধা বিভক্তি দেখা দেয়। এসময় স্থানীয়ভাবে জেলা ছাত্রলীগের সাবেক দুই সভাপতি মেয়র ফজলুর রহমান ও সদর উপজেলা চেয়ারম্যান কামাল হোসেনের সমর্থকদের মধ্যে চাপা উত্তেজনা ছড়িয়ে পড়ে । এই পরিস্থিতিতে স্থানীয় নেতৃবৃন্দ বিষয়টি যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের ওপর ছেড়ে দেন।
জানা গেছে, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউর রহমান সুমন, সাংগঠনিক সম্পাদক শেখ রুমেল আহমেদ,এডভোকেট নিক্সন গৌছ উদ্দিন ও হাসনাত ওয়াহিদ সৈকত এই চার জনের মধ্যে যেকোনো দুইজন শেষ পর্যন্ত সভাপতি ও সাধারণ সম্পাদক হয়ে আসতে পারেন। এ প্রসঙ্গে জেলা যুবলীগের সভাপতি নাহিদ আহমদ বলেন, আমরা একটা সুন্দর সম্মেলন করতে পেরেছি। এতে সংগঠনের নেতাকর্মীরা চাঙ্গা হয়েছে। সভাপতি ও সাধারণ সম্পাদক পদ প্রত্যাশীদের জীবন বৃত্তান্ত আগেই জমা দেওয়া হয়েছে। এখন কেন্দ্র থেকে একটি গ্রহণযোগ্য কমিটি ঘোষণা করা হলেই সমাধান হবে ।
সাধারণ সম্পাদক পদ প্রত্যাশী এডভোকেট নিক্সন গউছ উদ্দিন জানান, আমাদের কমিটি বিলুপ্ত করা হলেও নতুন কমিটি না দেওয়ায় আমরা পুরাতন কমিটি রুটিন কাজ চালিয়ে যাচ্ছি।
উল্লেখ্য, দীর্ঘ ৫ বছর পর গত বছরের ১০ অক্টোবর জেলা যুবলীগের এই সম্মেলন অনুষ্ঠিত হয় । মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সম্মেলন উদ্বোধন করেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ।
বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এডভোকেট জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিলসহ জেলার মন্ত্রী, এমপি ও সিনিয়র আওয়ামী লীগের নেতৃবৃন্দ এতে উপস্থিত ছিলেন । মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বেলুন ও পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন সংগঠনের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। জেলার ৭টি উপজেলা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী সম্মেলনে যোগ দেন।
সর্বশেষ ২০১৭ সালের ৪ মে মৌলভীবাজার জেলা যুবলীগের ত্রিবার্ষিক কাউন্সিলে সভাপতি হিসেবে নাহিদ আহমদ ও সাধারণ সম্পাদক হিসেবে সৈয়দ রেজাউর রহমান সুমনকে নির্বাচিত করার দুই বছর পর ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির তালিকা প্রকাশ করা হয়েছিল। সংগঠন সূত্রে আরও জানা যায়, যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক হতে চান ১৯ নেতাকর্মী ইতোমধ্যে কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন। এর মধ্যে সভাপতি পদে ৯ জন ও সাধারণ সম্পাদক পদে ১০ জন রয়েছেন।
সভাপতি পদে বর্তমান কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউর রহমান সুমন, যুগ্মসাধারণ সম্পাদক পান্না দত্ত, সহ-সভাপতি মহিউদ্দিন চৌধুরী ফাহিম, সাংগঠনিক সম্পাদক শেখ রুমেল আহমদ, যুগ্মসাধারণ সম্পাদক সৈয়দ সেলিম হক, সহ-সভাপতি মুজিবুর রহমান মুজিব, সদস্য মোবাশ্বির আহমেদ, সহ সম্পাদক সিতার আহমদ, সাবেক ছাত্রলীগের যুগ্ম আহবায়ক ও যুবলীগ নেতা মতিউর রহমান মতি ।
সাধারণ সম্পাদক পদে বর্তমান কমিটির সাংগঠনিক সম্পাদক এডভোকেট গৌছ উদ্দিন নিক্সন, সাংগঠনিক সম্পাদক হোসেন মো. ওয়াহিদ সৈকত, সাংগঠনিক সম্পাদক সুমেশ দাশ যীশু, প্রচার সম্পাদক হাবিবুর রহমান রাজিব, অর্থ সম্পাদক সন্দীপ দাস, উপদপ্তর সম্পাদক তুষার আহমদ, সহসম্পাদক সাদমান সাকিব চৌধুরী, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আসাদ্দুজ্জামান রনি, সাধারণ সম্পাদক সাইফুর রহমান রনি ও সৈয়দ নাজমুল প্রমুখ। উল্লেখ্য, গত বছরের ১৩ মে কেন্দ্রীয় যুবলীগ মৌলভীবাজার জেলা যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদ প্রত্যাশীদের জীবন বৃত্তান্ত আহ্বান করে। এদিকে এই নির্দেশনার পরপরই নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করে।