সিলেট রেঞ্জের ডিআইজিকে মৌলভীবাজার পৌরসভার বিদায় সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ২২ ফেব্রুয়ারি ২০২৩, ৭:৪৮ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
সিলেট রেঞ্জ পুলিশের বিদায়ী ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ পিপিএম এর সিলেট রেঞ্জ থেকে বদলীজনিত কারণে নাগরিক বিদায় সংবর্ধনা প্রদান করে মৌলভীবাজার পৌরসভা।
বৃহস্পতিবার ২২ ফেব্রুয়ারি সকালে মৌলভীবাজার পৌর জনমিলন কেন্দ্রে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মৌলভীবাজার পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমানের সভাপতিত্বে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার ৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য নেছার আহমদ বিদায়ী ডিআইজির দীর্ঘ দিনের কাজের প্রশংসা করেন। সিলেট রেঞ্জের ডিআইজি হিসেবে মৌলভীবাজার জেলায় তার বিভিন্ন কর্ম সবাই মনে রাখবে বলে তিনি তার বক্তব্যে বলেন। জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসিম উদ্দিন মাসুদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মৌলভীবাজার-হবিগঞ্জ সংরক্ষিত আসনের সংসদ সদস্য সৈয়দা জহুরা আলাউদ্দিন, সাবেক অতিরিক্ত সচিব বনমালী ভৌমিক, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাউর রহমান, জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন প্রমুখ ।
মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদর সাথে তার কাজের অভিজ্ঞতা তুলে ধরেন। পুলিশ সুপার মৌলভীবাজার জেলা পুলিশ তথা মৌলভীবাজারবাসীর উন্নয়ন ও সেবা প্রদানের জন্য ডিআইজির বিভিন্ন কর্মপরিকল্পনা এবং তার বাস্তবায়নে তাঁর অবদান সম্পর্কে আলোকপাত করেন। বিদায়ী ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ পিপিএম তাঁর বক্তব্যে এই বিদায় সংবর্ধনা আয়োজনের জন্য মৌলভীবাজারবাসীকে ধন্যবাদ জ্ঞাপন করেন। মৌলভীবাজার জেলা পুলিশের মাধ্যমে জেলার সাধারণ মানুষকে সেবা প্রদানে বিভিন্ন প্রতিষ্ঠানের সহযোগিতার জন্য সভাপতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি তাঁর কর্মজীবনে সিলেট রেঞ্জের এই ৩৩ মাসকে শ্রেষ্ঠ বলে উল্লেখ করেন। অনুষ্ঠানে সিলেট রেঞ্জের বিদায়ী ডিআইজি উনার কাজের অভিজ্ঞতা নিয়ে স্বরোচিত একটি কবিতা আবৃত্তি করে শোনান।
অনুষ্ঠানের সভাপতি মৌলভীবাজার পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান তার বক্তব্যে মৌলভীবাজার পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক কাজে, বিশেষ করে মৌলভীবাজার পৌরসভার আধুনিকায়ন ও সড়ক ব্যবস্থাপনা বিষয়ে বিদায়ী ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ পিপিএম এর অবদানের কথা তুলে ধরেন।
নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ পিপিএমকে মৌলভীবাজারবাসীর পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, মৌলভীবাজার পৌরসভার কাউন্সিলরবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং জেলার প্রিন্ট, অনলাইন এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে সকালে ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ মৌলভীবাজার সার্কিট হাউসে এসে পৌঁছালে জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া স্বাগত জানান। এরপর জেলা পুলিশের একটি চৌকস দল ডিআইজিকে সালামি প্রদান করেন। সালামি গ্রহণ শেষে ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ নাগরিক সংবর্ধনায় উপস্থিত হন।