কুলাউড়ায় হিন্দু মেয়েকে ভালোবাসায় পরিবার সমাজচ্যুত
প্রকাশিত হয়েছে : ২১ ফেব্রুয়ারি ২০২৩, ৫:৩৭ অপরাহ্ণ
ষ্টাফ রিপোর্টার:
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভুকশিমইল ইউনিয়নে হিন্দু মেয়ে ঝর্ণা রানী দাস’কে ভালোবাসায় নাহিম আহমদ নামে এক যুবক ও তার পরিবার’কে সমাজচ্যুত করেছেন উলামা পরিষদ ভুকশিমইল ইউনিয়নের নেতৃবৃন্দ ও ভুকশিমইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।
জানা যায়, নাহিম আহমদ ভুকশিমইল ইউনিয়নের ছমছ উদ্দিনের ছেলে। ভুকশিমইল স্কুল এন্ড কলেজে অধ্যায়নের সময় সহপাঠি ঝর্ণা রানীর সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সৃষ্টি হয় নাহিম আহমদ এর। পর্যাক্রমে তাদের সম্পর্ক গভীর হয়। এক পর্যায়ে উভয় শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়ে। একে অপরকে বিয়ের জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়। উভয়ের পরিবার ও স্বজনরা তাদের ভালোবাসার কথা মেনে নেয় কিন্তু সমাজ হিন্দু ও মুসলমানের মধ্যে ভালোবাসা মেনে নেননি। সমাজের মানুষ নানা অপবাদ দিতে থাকে।
স্থানীয়রা জানান, প্রথমে ৯ জানুয়ারী উলামা পরিষদ ভুকশিমইল ইউনিয়নের সভাপতি মাওলানা আব্দুল কাইয়ুম স্বাক্ষরিত প্যাডে কুরআন ও হাদীসের রেফারেন্সে নাহিম আহমদ ও তার পরিবার’কে ধর্ম থেকে খারিজ করে ফতোয়া দেন। এর একদিন পরই ১০ জানুয়ারী ভুকশিমইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান মনির স্বাক্ষরিত প্যাডে নাহিম আহমদ ও তার পরিবার’কে সমাজচ্যুত করা হয়। এ বিষয়ে ইউপি চেয়ারম্যান একটি সতর্ককরণ বিজ্ঞপ্তি জারি করেন। বিজ্ঞপ্তিতে বলা হয় নাহিম আহমদ ও তার পরিবারের সাথে কেউ আত্মীয়তার, সামাজিকতা কিংবা পারিবারিক সম্পর্ক রাখবেন না। তাদেরকে ধর্মীও কোনো অনুষ্ঠানে অংশ গ্রহণের সুযোগ দেয়া যাবে না এবং তাদের বাড়িতে ধর্মী কিংবা সামাজিক অনুষ্ঠানে না যাওয়ার জন্য নির্দেশ দেয়া হয়।
উলামা পরিষদের ফতোয়া ও ইউপি চেয়ারম্যানের বিজ্ঞপ্তি প্রকাশের পর ইউনিয়ন তথা উপজেলার সর্বস্থরের মানুষ তাদের তিরস্কার করেন। তাদের সাথে সব ধরনের সম্পর্ক চিহ্ন করেন। তাদেরকে এক ঘরি করে রাখা হয়।
এই ঘটনাকে কেন্দ্র করে বিগত ০২ ফেব্রুয়ারী একদল অস্ত্রধারী মৌলবাদীরা নাহিম আহমদ এর বাড়িতে হামলা চালায় এবং তাদের মেরে ফেলার হুমকি দেয়। এক পর্যায়ে ২০ ফেব্রুয়ারী এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট এবং ইসলাম ধর্মের উপর আঘাত আনার দায়ে একটি মামলা দায়ের করা হয়। মামলায় নাহিম আহমদ, তার পিতা, চাচা ও স্বজনদের আসামী করা হয়।
এ বিষয়ে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায় সমাজচ্যুত ও ধর্ম থেকে খারিজের বিষয়টি নিশ্চিত করে বলেন, সমাজচ্যুতর বিষয় নিয়ে এলাকায় ঝামেলা চলতেছে। যাতে বড় ধরনের কোনো সংঘর্ষ না হয় পুলিশ সতর্ক অবস্থানে আছি