মাতৃভাষা দিবসে বর্ণকে ছুঁয়ে শিখলো শিশুরা
প্রকাশিত হয়েছে : ২১ ফেব্রুয়ারি ২০২৩, ৬:৩৫ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
সাড়ি সাড়ি বর্ণ সাজানো। একেকটি একেক রঙের বর্ণমালা। শিশুদের খেলার মাঠ এখন পরিণত হয়েছে বাংলা বর্ণের মেলায়। শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ব্যতিক্রমী বর্ণমেলার আয়োজন করে মৌলভীবাজারের এডুকেয়ার ইন্টারন্যাশনাল স্কুল।
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকালে দিনব্যাপী নানা আয়োজনের মধ্যে পালিত হয় একুশে ফেব্রুয়ারি। বাংলা বর্ণ, ভাষা ও ভাষা আন্দোলনের গৌরবগাঁথা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতেই এই বর্ণমেলা। হামাগুড়ি দেওয়া শিশু থেকে শুরু করে সব বয়সের শিশুদের স্বতঃস্ফ‚র্ত অংশগ্রহণে মুখর ছিল এই আয়োজন। স্কুলের শিক্ষার্থীদের জন্য ছিল নানা ক্রিড়া প্রতিযোগীতার আয়োজন।
এতে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মো. আকতার হুসেন। প্রধান বক্তা ছিলেন যুক্তরাজ্য কমিউনিটি লিডার সাবেক ছাত্রলীগে নেতা মো. আব্দুল বাছিত। বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার প্রেসক্লাবের সহ-সভাপতি এড. নুরুল ইসলাম শেফুল। অনুষ্ঠান পরিচালনা করেন স্কুলের শিক্ষক জুনায়েদ আহমদ ফাহিম। উপস্থিত ছিলেন এডোকেয়ার ইন্টারন্যাশনাল স্কুলের পরিচালক ইঞ্জিনিয়ার হিরাজ আলী শাহ, প্রিন্সিপাল হাবিবুর রহমান হারিছ, ঢাকা পোস্টের জেলা প্রতিনিধি ওমর ফারুক নাঈম। এসময় নানা প্রতিযোগীতার বিজয়ী ৪১১ জন শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
শিশুদের সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা, চিত্রাঙ্কণ, প্রতিযোগিতাতেও আগ্রহী শিশু-কিশোরদের উৎসাহের কমতি ছিল না। আর এসব আয়োজনের মাধ্যমে বর্ণ নিয়ে নানা ধরনের খেলায় মেতে ছিল শিশু-কিশোরেরা।
চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী নাবিহা ইসলাম বলেন, বইয়ে যে বর্ণমালা পড়েছে সেগুলো নিজ হাতে ধরতে পারছি। নিজের হাতে বর্ণমালা তৈরী করতে পারছি। এমন কয়েকশ শিশু ও তাদের অভিভাবকদের মিলনমেলায় পরিণত হয় এই ‘বর্ণমেলা’। বিভিন্ন সময় মঞ্চে ভাষার গৌরবগাঁথা নিয়ে লেখা বিভিন্ন কবিতা ও গান পরিবেশন করছেন শিক্ষার্থীরা।
শিক্ষক জুনায়েদ আহমদ ফাহিম বলেন, বায়ান্নের ভাষা আন্দোলনে বুকের তাঁজা রক্ত দিয়ে অর্জিত বাংলার গুরুত্বকে কোমলমতি শিশুদের কাছে ফুটিয়ে তুলতে প্রতিবছর এই নান্দনিক আয়োজন করে থাকে এডুকেয়ার ইন্টারন্যাশনাল স্কুল। মৌলভীবাজারে একমাত্র এডুকেয়ারই এই ব্যতিক্রমী “বর্ণমেলার” আয়োজন করে থাকে। প্রতিবছর ফেব্রুয়ারি মাস আসলেই শিক্ষক আর শিক্ষার্থীদের মাঝে বর্ণমেলার আয়োজনে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। প্রতিবছরের ন্যায় এবছরও এই সুন্দর আয়োজনে শামিল হতে পেরে নিজেকে ধন্য মনে করছি।
আমি আশা করি এডুকেয়ারের ন্যায় অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানও শিক্ষার্থীর মনে বাংলা ভাষার প্রেম জাগ্রত করতে এমন আয়োজনে এগিয়ে আসবে।
এডুকেয়ার ইন্টারন্যাশনাল স্কুলের প্রিন্সিপাল হাবিবুর রহমান হারিছ বলেন, একুশে ফেব্রুিয়ারি শুধু শোকের দিন নয়। এই দিন অর্জনের ও উদযাপনের। নিজ মাতৃভাষায় কথা বলার অধিকার আদায়ের দিন একুশে ফেব্রুয়ারি। এখন বিদেশি ভাষার আগ্রাসনে বাংলা ভাষার চর্চায় অবক্ষয় দেখা দিয়েছে। এ জন্য ছোটবেলা থেকেই বাংলা ভাষা চর্চা করতে হবে। তাই আমাদের স্কুলে প্রতিবছর বর্ণমেলার আয়োজন করা হয়। যার মাধ্যমে শিশুরা বাংলা বর্ণকে আপন করে চিনে।