মৌলভী সৈয়দ কুদরত উল্ল্যাহ (রহঃ) এর ১৮৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ১৩ ফেব্রুয়ারি ২০২৩, ৩:১০ অপরাহ্ণ
বিশেষ প্রতিবেদক::
মৌলভী সৈয়দ কুদরত উল্ল্যাহ (রহঃ) এর ১৮৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মৌলভীবাজারের প্রতিষ্ঠাতা মৌলভী সৈয়দ কুদরত উল্ল্যাহ (রহঃ) এর ১৮৪তম ওফাত দিবস উপলক্ষে মৌলভীবাজার শহরের ৭নং ওয়ার্ডস্থ গোবিন্দশ্রী তাঁর বাসভবন রবিবার (১২ ফেব্রুয়ারী) বাদ মাগরিব মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মৌলভী সৈয়দ কুদরত উল্ল্যাহ (রহঃ) স্মরণে ও মৌলভী সৈয়দ কুদরত উল্ল্যাহ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সৈয়দ সাহাবউদ্দিন আহমদ এর আয়োজনে পারিবারিক ভাবে অনুষ্ঠিত মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মোহাম্মদ সামছুল ইসলাম, ক্যাপ্টেন (নেভিগেশন) দেওয়ান গউছউদ্দিন আহমদ, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সৈয়দ মোহাম্মদ মহসিন, আল-হুসেইন জামে মসজিদের ইমাম মুফতি মোঃ রুহুল আমিন, পশ্চিমবাজার আদি জামে মসজিদের ইমাম হাফিজ মোঃ শিহাব উদ্দিন, ধরকাপন জামে মসজিদের ইমাম হাফিজ আছাদ আহমদ চৌধুরী, হষরত সৈয়দ শাহ্ মোস্তফা (রহঃ) জামে মসজিদের ইমাম হাফিজ শামীম আহমদ, মোঃ আয়াত উল্ল্যাহ জামে মসজিদের ইমাম হাফিজ ইউসুফ আলী, হযরত সৈয়দ শাহ মোস্তফা (রহঃ) জামে মসজিদ ছানি ইমাম হাফিজ মোঃ আব্দুল হান্নান, মুয়াজ্জিন আব্দুল মন্নান, মুয়াজ্জিন হাফিজ মোস্তাক আহমদ, মুয়াজ্জিন হাফিজ দেলওয়ার হুসেইন সহ সাংবাদিক, কবি, লেখকবৃন্দ, মৌলভীবাজার শহর ও গোবিন্দশ্রী এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। পবিত্র মিলাদ শরীফ শেষে দোয়া পরিচালনা করেন অধ্যক্ষ মুফতি মোহাম্মদ সামছুল ইসলাম।