পূর্বদিক পত্রিকায় সংবাদ
মৌলভীবাজারে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার অনিয়মের তদন্ত
প্রকাশিত হয়েছে : ১২ ফেব্রুয়ারি ২০২৩, ৬:৫০ অপরাহ্ণ
মৌলভীবাজার সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মোতাহার বিল্লাহ’র অনিয়মের তদন্ত করেছে জেলা প্রাথমিক শিক্ষা অফিস।
রবিবার (১২ ফেব্রুয়ারি) দিনব্যাপি জেলা প্রাথমিক শিক্ষা অফিসে তদন্ত হয়। তদন্তে অভিযোগকারী শিক্ষকবৃন্দ এবং বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতিবৃন্দ হাজির হয়ে তথ্য ও প্রমাণ উপস্থাপন করেন। গত ২০২২ সালের ২৪ নভেম্বর পূর্বদিক পত্রিকায় “মৌলভীবাজার সদর প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ঘুষ গ্রহণ এখন ‘ওপেন সিক্রেট” শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।প্রকাশের ভিত্তিতে বিগত ১ ফেব্রুয়ারী তদন্ত কমিটি ঘটন করেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। তদন্তের দায়িত্ব দেয়া হয় সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কিশালয় চক্রবর্তীকে।
ভোক্তভোগী শিক্ষক, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও অভিভাবকরা বলেন, মোহাম্মদ মোতাহার বিল্লাহ যোগদানের পর থেকেই শিক্ষকদের নানা ভাবে হয়রানি করছেন। ঘুষ ছাড়া তিনি কিছুই বুঝেন না। কোনো কাজে মৌলভীবাজার সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে গেলে টাকা দিতে হয়। উনার কারণেই সদর উপজেলার শিক্ষা ব্যবস্থ ভেঁঙ্গে পড়েছে। নিরপেক্ষ তদন্ত না হলে আন্দোলনের হুশিয়ারী দেন তদন্তে উপস্থিত শিক্ষকরা।