মৌলভীবাজারে অজ্ঞাত গাড়ির চাপায় একজনের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ৫ ফেব্রুয়ারি ২০২৩, ৫:১৭ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
মৌলভীবাজার সদর উপজেলার শেরপুরে সিলেট-ঢাকা মহাসড়ক থেকে এক ব্যক্তির লা শ উদ্ধার করেছে হাইওয়ে থানা পুলিশ।
শনিবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার শেরপুর বাজার এলাকাধীন মৌলভীবাজার- সিলেট মিনিবাস স্ট্যান্ডের সামনে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি হলেন- ওসমানী নগর উপজেলার খছরুপুর গ্রামের মৃত. সাদিক মিয়ার ছেলে মো. দেলোয়ার মিয়া (৩৫)।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যাবেলা স্থানীয়রা শেরপুর বাজারসংশ্লিষ্ট সিলেট-ঢাকা মহাসড়কে সিলেট মিনিবাস স্ট্যান্ড সংলগ্ন কাউন্টারের সামনে মহাসড়কে দেলোয়ারের মৃ ত দে হ পরে থাকতে দেখেন। পরে লোকজন জড়ো হলে শেরপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ থানা হেফাজতে নিয়ে যান। খবর পেয়ে নিহতের পরিবারের লোকজনও থানায় আসেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চন্দ্র দেব বলেন, ঘটনার পরপরই হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেছে। তবে গাড়ি ও চালক পলাতক রয়েছে। বিস্তারিত জানার জন্য চেষ্টা করা হচ্ছে।