শ্রীমঙ্গল উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রিবার্ষীকি নির্বাচনে ঝলক-আখতার প্যানেল নির্বাচিত
প্রকাশিত হয়েছে : ৫ ফেব্রুয়ারি ২০২৩, ৫:০০ অপরাহ্ণ
শ্রীমঙ্গল প্রতিনিধি::
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি বার্ষীকি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে একজনবাদে ঝলক-আখতার প্যানেলের সবাই নির্বাচিত হয়। ২৭ সদস্যের কিমিটিতে সভাপতি পদে দশরত উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক ঝলক কান্তি চক্রবর্তী ও আছিদ উল্লাহ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাধারণ সম্পাদক পদে মো: আখতার হোসেন বিজয়ী হন। গতকাল শনিবার শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ে সকাল ১০ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
সন্ধায় শ্রীমঙ্গল উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার কাকিয়া বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নোমান আহমদ সিদ্দিকীর উপস্থিতিতে ভোটের প্রাপ্ত ফলাফল গোষণা করেন প্রিজাডিং অফিসার এস এম ফয়সল হোসেন।
অন্যান্যপদে নির্বাচিতরা হলেন, সিনিয়র সহসভাপতি মো: নুরুল হক, খালেদ মো. আব্দুল বাছিত, মোহম্মদ আফজল মিয়া ও মো. ফারুক আহমেদ, যুগ্ন সম্পাদক বিধান চন্দ্র পাল ও মো. সামছুল আলম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ষাখাওয়াত হোসেন, যুগ্ন সাংগঠনিক সম্পাদক রূপক দন্দ্র দাশ, কোষাধ্যক্ষ মোহাম্মদ আব্দুল মোতালিব, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. মাহাবুর রহমান, সমাজ কল্যাণ সম্পাদক নিলেন্দু বিকাশ দেব, প্রচার ও প্রকাশনা সম্পাদক অলক পাল, দপ্তর সম্পাদক মোহাম্মদ আব্দুস সালাম ও মহিলা বিষয়ক সম্পাদক মুন্নী শীল।
কার্যনির্বাহী সদস্য সুপ্রিয়া কর, চিরঞ্জিত শেখর বোনার্জী, সুবাস রবি দাশ, মো. সাইফ’ল ইসলাম, মো: জসিম উদ্দিন, যাজন কান্তি রায়, মো. নুরুজ্জামান, আলী আহমদ, অর্চণা রাণী শর্ম্মা (বিমান-হাবিবুর প্যানেল) মো. বেনজির আহমেদ ও মো. বেলাল উদ্দিন।