রাজনগরে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১; থানায় মামলা
প্রকাশিত হয়েছে : ৪ ফেব্রুয়ারি ২০২৩, ১১:০০ পূর্বাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
মৌলভীবাজারের রাজনগরে দুই পক্ষের সংঘর্ষে ১জন নিহতের ঘটনায় ১০জনকে আসামি করে রাজনগর থানায় মামলা করা হয়েছে।
সোমবার (৩ ফেব্রুয়ারী) নিহতের ভাই জুবের চৌধুরী এই মামলা করেন।
মামলার বিষয়টি নিশ্চিত করেছেন রাজনগর থানার ওসি বিনয় ভূষণ রায়।
তিনি বলেন, নিহতের ভাই জুবের চৌধুরী
দশ জনকে আসামি করে রাজনগর থানায় একটি এজাহার করেছে। মামলাটি ইতোমধ্যে রেকর্ড করা হয়েছে।
আসামীরা হলেন, ০১। ছালেক মিয়া (৫৩), পিতা: মৃত মানিক মিয়া, গ্রাম: দক্ষিণ খলাগাঁও, ০২। এহসানুর রহমান (৩০), পিতা: আব্দুল মতিন, গ্রাম: খলাগাঁও, ০৩। রাজু মিয়া (৩৫), পিতাঃ মোজাহিদ মিয়া, গ্রাম: ব্রাহ্মণগাঁও, ০৪। আব্দুর রব (৫২), পিতা: মৃত আহমদ উল্ল্যা, ০৫। ধনাই মিয়া (৪৫), পিতা: মৃত আব্দুর রহমান, উভয় গ্রাম। খলাগাঁও, ০৬। মাফিক মিয়া (৩০), পিতা: সুন্দর মিয়া, ০৭। সনাই মিয়া (৪২), পিতা। মৃত আছকির মিয়া, ০৮। হারুন মিয়া (২৮), পিতা: মৃত কবির মিয়া, ০৯। রুবেল মিয়া (৩২), পিতা: মৃত রুশন মিয়া, ১০। ইয়াবর আলী (২৫), পিতা: মৃত কুবাদ মিয়া, সর্ব গ্রাম। দক্ষিণ খলাগাঁও, ডাক: করিমপুর, থানা: রাজনগর, জেলা: মৌলভীবাজার।