জাতীয় শিশু প্রতিযোগীতায় রৌপ্যপদক অর্জন করলো মৌলভীবাজারের নুরুজাম্মান
প্রকাশিত হয়েছে : ৪ ফেব্রুয়ারি ২০২৩, ৭:১৮ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগীতায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হামদ নাত বিষয়ে ৩য় স্থান অধিকার করায় রৌপ্যপদক (Silver Medal) গ্রহণ করলেন মৌলভীবাজার সাংস্কৃতিক সংসদ (মৌসাস) এর শিশু বিভাগ পরিচালক শিল্পী মোঃ নুরুজাম্মান।
রবিবার (২৯ জানুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘জাতীয় শিশু ও পুরস্কার প্রতিযোগিতা-২০২০ ও ২০২১’–এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। মোঃ নুরুজাম্মানের হাতে পুরস্কার তুলে দেন প্রতিমন্ত্রী ফজিলাতুন্নেসা ইন্দিরা।
জানা যায়, বাংলাদেশ শিশু একাডেমী ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে পরিচালিত এ প্রতিযোগিতায় সারাদেশ থেকে কয়েক লক্ষ শিশু অংশগ্রহণ করে। স্থানীয় পর্যায়ে যারা প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করে তাদের কে নিয়ে জেলা পর্যায়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পুরো জেলা থেকে আগত বিজয়ীরা এই পর্যায়ে এসে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে জেলা পর্যায়ের থেকে বিভাগীয় পর্যায়ে উত্তীর্ণ হয়। বিভাগীয় পর্যায়ে উত্তীর্ণ দেশের সকল বিভাগের প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারী প্রতিযোগীগণ জাতীয় পর্যায়ে ঢাকা ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। জাতীয় পর্যায়ে উত্তীর্ণ প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারী প্রতিযোগীদের কে জাতীয় পুরস্কারে ভূষিত করা হয়।