মৌলভীবাজারে তিনজনকে পরিবেশ অধিদপ্তরের নোটিশ
প্রকাশিত হয়েছে : ২ ফেব্রুয়ারি ২০২৩, ৪:২০ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
মৌলভীবাজারের জুড়ী উপজেলায় পরিবেশ অধিদপ্তরের অনুমতি ছাড়া পাহাড়- টিলা কর্তন এবং পরিবেশ ও প্রতিবেশের ক্ষতিসাধনের অভিযোগে ৩ ব্যক্তিকে পরিবেশ অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয় থেকে এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করে নোটিশ প্রদান করা হয়েছে।
৩১ জানুয়ারি দুপুরে জুড়ী উপজেলার সাগরনাল ইউনিয়নের দক্ষিণ বড়ডহর ও উত্তর বড়ডহর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
এলাকায় দীর্ঘদিন যাবত দুস্কৃতিকারীরা অবৈধভাবে অবাধে পাহাড়-টিলা কর্তন করে ওই মাটি নিজেদের প্রয়োজনে ব্যবহার ও মাটি বিক্রি করে আসছে। গোপন সংবাদে খবর পেয়ে পরিবেশ অধিদপ্তরের মৌলভীবাজার জেলার সহকারী পরিচালক মাইদুল ইসলামের নেতৃত্বে পরিদর্শক নূরুল আমিন প্রধান ও অফিস স্টাফ নারায়ন রায় এ অভিযান পরিচালনা করেন।
সরেজমিনে পরিবেশ অধিদপ্তরের অনুমতি ছাড়া পাহাড়-টিলা কর্তন এবং পরিবেশ ও প্রতিবেশের ক্ষতিসাধনের অভিযোগে সাগরনাল ইউপির দক্ষিন বড়ডহর গ্রামের মৃত মনাফের ছেলে আমির উদ্দিন ও একই গ্রামের আব্দুল গনি এবং উত্তর বড়ডহর গ্রামের মোশফিক মিয়ার স্ত্রী রবজান বেগমকে পরিবেশ অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ এমরান হোসেন কর্তৃক স্বাক্ষরিত পরিবেশ ক্ষতিসাধনের জন্য শুনানিতে হাজির হওয়ার নোটিশ প্রদান করা হয়।
অভিযুক্তদের ৭ ফেব্রুয়ারি সকাল ১০টায় পরিবেশ অধিদপ্তরের সিলেট কার্যালয়ে হাজির হয়ে শুনানিতে উপস্থিত থাকতে বলা হয়।