মৌলভীবাজারের মনু নদী সেচ খাল পরিদর্শনে পানি ব্যবস্থাপনা প্রধান
প্রকাশিত হয়েছে : ২৯ জানুয়ারি ২০২৩, ১০:৪৫ অপরাহ্ণ
বিশেষ প্রতিবেদক::
মৌলভীবাজার রাজনগরের মনু সেচ প্রকল্পের বিভিন্ন সেচ খাল পরিদর্শন করেছেন পানি ব্যবস্থাপনা প্রধান মাহফুজ আহমদ।
রোববার (২৯ জানুয়ারি) দুপুরে উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের সোনাটিকি হাওড় অঞ্চলের এসব প্রকল্প পরিদর্শন করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জাবেদ ইকবাল, তত্ত্বাবধায়ক প্রকৌশলী কে এম জহুরুল হক, পানি উন্নয়ন বোর্ডের উপ বিভাগীয় প্রকৌশলী মো. রাখিল রায়হান, কৃষিবিদ ইসরাত আফরিন সোনিয়া প্রমুখ।
পরে সোনাটিকি হাওড় পাড়ে শতাধিক সুবিধাভোগী কৃষকের উপস্থিতিতে পানির সুষ্ঠু সরবরাহ ও বিভিন্ন সমস্যা নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় মৌলভীবাজারের ৩৬ বছরের অতি পুরানো মনু নদী সেচ প্রকল্পটি পুনঃসংস্কারের প্রতিশ্রুতি দিয়েছেন পানি ব্যবস্থাপনা প্রধান মাহফুজ আহমদ।
তিনি জানান, এরইমধ্যে মনু নদী সেচ প্রকল্প পুনঃসংস্কারে সমীক্ষা যাচাই কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। এটি বাস্তবায়িত হলে কৃষকের সেচ সুবিধার আর কোনো সমস্যা থাকবে না।