নেছার আহমদ এমপি সিপিএএম টি-২০ উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ২৭ জানুয়ারি ২০২৩, ৭:৩০ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
ক্রিকেট প্লেয়ার্স অ্যাসোসিয়েশন মৌলভীবাজারের আয়োজনে শুরু হয়েছে নেছার আহমদ এমপি সিপিএএম টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৩।
আজ বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) বেলা ১১টার দিকে স্থানীয় কলেজ স্টেডিয়ামে খেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান এবং বিশেষ অতিথি পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া।
উদ্বোধনী অনুষ্ঠানে সিপিএএমের সংগঠক, ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠকেরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী খেলায় মুখোমুখি হয়েছে মৌলভীবাজার স্কোরপিয়ন বনাম সরকার বাজার রাইডার্স।
সিপিএএম সদরের ভারপ্রাপ্ত সভাপতি ফয়জুর রহমান সোহেলের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- পৌর কাউন্সিলরে সৈয়দ সেলিম হক, সিপিএএম ইউকে-এর ফয়সল আহমদ, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব ইজদানি ইমরান, বিলাস এর স্বত্বাধিকারী সুমন আহমদ, বিটিভির জেলা প্রতিনিধি হাসানাত কামাল, ব্যবসায়ী ও সিপিএএম উপদেষ্টা মনোয়ার আহমেদ রহমান, সিপিএএম সদরের সাবেক সভাপতি শাহরিয়ার মোস্তফা তানিম, স্বাদ মৌলভীবাজারের স্বত্ত্বাধিকারী ও আই নিউজের প্রকাশক জাহেদ আহমদ চৌধুরী, সিপিএএম সদরের সাধারণ সম্পাদক ইমামুল হক রিপন, সাবেক সাধারণ সম্পাদক রুমেল আহমদ প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্রিকেটার রেজওয়ান আহমদ। খেলাটি পাওয়ার্ড বাই বিলাস এবং স্পন্সর সিপিএএম ইউকে।
উল্লেখ্য মৌলভীবাজারের সহস্রাধিক ক্রিকেটারের সংগঠন সিপিএএম দীর্ঘদিন ধরে ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করে যাচ্ছে। এ বছর অনুষ্ঠিত হচ্ছে সিজন-১০। এই টুর্নামেন্টটির নামকরণ করা হয়েছে মৌলভীবাজার জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক নেছার আহমদ এমপির নামে।