হোমলেসদের মাঝে ইউকে মিডল্যান্ডস আল ইসলাহর ব্লাঙ্কেট ও হট ফুড বিতরণ
প্রকাশিত হয়েছে : ২৬ জানুয়ারি ২০২৩, ১২:০৫ পূর্বাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
হোমলেসদের মাঝে ব্লাঙ্কেট ও হট ফুড বিতরণ করেছে আনজুমানে আল ইসলাহ ইউকে মিডল্যান্ডস ডিভিশন। শামসুল উলামা হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (র.) এর ঈসালে সাওয়াব উপলক্ষে আনজুমানে আল ইসলাহ ইউকে সেন্ট্রাল কাউন্সিলের কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
আজ ২৫ জানুয়ারি বুধবার সকালে মিডল্যান্ডস আল ইসলাহর প্রেসিডেন্ট ও লতিফিয়া ফুলতলী কমপ্লেক্স বার্মিংহামের চেয়ারম্যান মাওলানা এম এ কাদির আল হাসানের নেতৃতে মিডল্যান্ডস আল ইসলাহর একটি প্রতিনিধি দল বার্মিংহামের বিভিন্ন এলাকায় প্রায় ২ শতাধিক হোমলেসদের মাঝে ব্লাঙ্কেট ও হট ফুড বিতরণ করেন।
এতে উপস্থিত ছিলেন মিডল্যান্ডস আল ইসলাহর ভাইস চেয়ারম্যান ও বার্মিংহাম সিরাজাম মুনিরা জামে মসজিদ এন্ড এডুকেশন সেন্টারের পরিচালক আলহাজ্জ হাফিজ সাব্বির আহমদ, ভারপ্রাপ্ত সেক্রেটারি মাওলানা হুসাম উদ্দিন আল হুমায়দি, ট্রেজারার ও ফুলতলী ইসলামিক সেন্টার কভেন্ট্রির পরিচালক আলহাজ্জ জসিম উদ্দিন, ফুলতলী ইসলামিক সেন্টার কভেন্ট্রির পরিচালক আলহাজ্জ মুজাহিদ খান…….প্রমূখ
এসময় মাওলানা এম এ কাদির আল হাসান বলেন, আনজুমানে আল ইসলাহ সেন্ট্রাল কাউন্সিলের দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে মিডল্যান্ডস আল ইসলাহর এ উদ্যোগ। এটি খেদমতে খালকের একটি অংশ। আমরা প্রতি বছর দেশব্যাপী এ কর্মসূচি আনজাম দিয়ে আসছি। ইনশা আল্লাহ আমাদের এ কর্মসূচি অব্যাহত থাকবে।
আলহাজ্জ হাফিজ সাব্বির আহমদ বলেন, হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (র.) এর প্রতিষ্ঠিত এ সংগঠন সবসময় খেদমতে খালকে নিয়োজিত থাকে, সমাজের অসহায় মানুষের পাশ দাঁড়ায়। এটি আমাদের পীর ও মুর্শিদের শিক্ষা। আলহামদুলিল্লাহ আমরা খুবই সুন্দব এবং সুশৃঙ্খল ভাবে আজকের কর্মসূচি বাস্তবায়ন করেছি।