পাঠ্যপুস্তকে ইসলাম বিরোধী কারিকুলামের প্রতিবাদে ছাত্র মজলিসের মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ২৩ জানুয়ারি ২০২৩, ৭:৩৬ অপরাহ্ণ
শহর প্রতিনিধি::
২০২৩ সালের নতুন শিক্ষাক্রমে ইসলামি শিক্ষাকে উপেক্ষা ও ইসলাম বিরোধী শিক্ষা কারিকুলাম প্রণয়নের প্রতিবাদে মানববন্ধন করে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস মৌলভীবাজার শহর ও জেলা।
রোববার (২৩ জানুয়ারি) বিকেল ৫ টায় মৌলভীবাজার প্রেসক্লাবের সম্মুখে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের জেলা শাখার নুরুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের জেলা সাখার সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রাতুল, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম।
বক্তারা বলেন বাংলাদেশের মুসলমানের সন্তানদের ইমান আকিদা ও দেশপ্রেম ধ্বংসের জন্য শিক্ষানীতি প্রণয়নের দায়িত্ব ইসলামবিরোধী শক্তির হাতে তুলে দেওয়া হয়েছে। তারা মুসলমানের সন্তানদের নাস্তিক ও হিন্দুত্ববাদী মানসিকতা তৈরি করার জন্য শিক্ষানীতি প্রণয়ন করেছে। শিক্ষা সিলেবাসের পরতে পরতে নাস্তিক্যবাদ ও হিন্দুত্ববাদ ছড়িয়ে দেওয়া হয়েছে। ডারউইনের কুখ্যাত নাস্তিক্যবাদ ও আরএসএস-এর হিন্দুত্ববাদ দিয়ে ভরে ফেলা হয়েছে শিক্ষার্থীদের সিলেবাস। বানর থেকে মানুষ সৃষ্টির কুরআন-হাদীস বিরোধী মতবাদ পাঠ্যবইয়ে সংযোজন করা হয়েছে। হিজাব থেকে শুরু করে দাড়ি ইসলামের এমন অনেক গুরুত্বপূর্ণ নির্দেশনার বিষয়ে ঘৃণা ছড়ানো হয়েছে।’
বক্তারা আরও বলেন শিক্ষা বানিজ্য বন্ধ ও শিক্ষায় জাতীয় বাজেটের ৬ শতাংশ বরাদ্দ ও শিক্ষাক্রম ২০২০ বাতিল এবং ভুলে ভরা পাঠ্যপুস্তক বাতিল করে নতুন বছরে মানসম্মত বই সরবরাহের দাবি জানান।