আ’লীগ দেশে মাস্তানতন্ত্র নৈরাজ্য আর লুটপাটতন্ত্র চালু করেছে: রাজনগরে নাসের রহমান
প্রকাশিত হয়েছে : ২৩ জানুয়ারি ২০২৩, ২:১০ অপরাহ্ণ
বিশেষ প্রতিবেদক::
‘শেখ হাসিনার ক্ষমতার প্রস্থানের সাথে সাথে বাংলাদেশ আওয়ামীলীগেরও দিন শেষে হয়ে যাবে’ বলে মন্তব্য করেছেন প্রয়াত অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানের জ্যেষ্ঠপুত্র সাবেক এমপি এম নাসের রহমান।
তিনি বলেন-‘আগামী জাতীয় র্নিবাচনে আওয়ামীলীগের নাম কোথাও থাকবে না। শেখ হাসিনার অধিনে কোনো নির্বাচনও হবে না। আর শেখ হাসিনার অধিনে যখন নির্বাচন হবে না তখন আওয়ামীলীগও নির্বাচন করবে না। নাসের বলেন-আওয়ামী নির্বাচন করবে না এমন না যে; তারা ঘরের মধ্যে বসে আছে। আওয়ামীলীগ নির্বাচন করবে না কারণ তাদের ঘরের মধ্যে পাওয়া যাবে না। তখন কোনস্থানে আওয়ামীগ খুঁেজ পাওয়া যাবে না। আমাদের গ্রামে গঞ্জে বহুধরনের গুহা-টোহা বন জঙ্গল থাকে। এ বনজঙ্গলে হয়তো আওয়ামীলীগারদের পাওয়া যাইতে পারে বলে যোগ করেন তিনি।
রোববার বিকেলে রাজনগর উপজেলা বিএনপির আয়োজনে মুন্সিবাজার ইউনিয়নের ২ নং ওয়ার্ড সোনাটিকি বিএনপির উদ্যোগে আয়োজিত কর্মীসমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।
জেলা বিএনপির সভাপতি নাসের রহমান আরও বলেন,‘কয়েকদিন আগে আমেরিকার একজন উপ-মন্ত্রী ডোনাল্ড লু বাংলাদেশে এসে গেছেন। স্ক্রু টাইট যেভাবে মারে সেভাবে তিনি শেখ হাসিনাকে স্ক্রু টাইট দিয়ে চলে গেছেন। ডোনাল্ড লু বলে গেছেন আমরা কোন দলের পক্ষে এখানে আসিনি। আমরা আসছি আগামী নির্বাচন অবাধ নিরপেক্ষ এবং সুষ্টু যাতে হয় সেভাবে আমরা চিল পাখিরমতো আপনারদিকে তাকিয়ে থাকবো। আর যদি কোনরকমের হেরফের হয় এ নির্বাচন আমরা প্রত্যখান করবো। এও বলে গেছেন শেখ হাসিনাকে আমাদের উপদেশ হল আপনি ক্ষমতা ছেড়ে যেন নির্বাচনটা করেন। অবাধ ও সুষ্টু নির্বাচনের জন্য অনেকগুলি শর্তও দিয়ে গেছেন যেগুলো সরকার মানতে হবে’।
নাসের রহমান বলেন, আ’লীগ গুন্ডা মাস্তানদের দল। এরাদেশের মধ্যে মাস্তানতন্ত্র নৈরাজ্য আর লুটপাটতন্ত্র চালু করেছে। শেখ হাসিনার অবৈধ সরকারের পতনের পর এ দেশ পরিচালনার বিকল্প একমাত্র নেতা হচ্ছেন দেশ নায়ক তারেক রহমান। আর তিনিই হবেন ভবিষ্যতে এ দেশের অবধারিত প্রধানমন্ত্রী।
মুন্সিবাজার ইউনিয়ন বিএনপির সভাপতি আশিক মিয়ার সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির সহ সভাপতি মো. হেলু মিয়া, রাজনগর উপজেলা সভাপতি মো. জিুতু মিয়া,সাধারণ সম্পাদক আব্বাছ আলী মাষ্টার, ওয়ার্ড মেম্বার নূরুল আমিন,যুবদল নেতা নছিম আলী।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো.ফখরুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক বকসী মিছবাউর রহমান,রাজনগর উপজেলা বিএনপির সহ সভাপতি কবির মিয়া,সাংগঠনিক সম্পাদক এনামুল হক চৌধুরী,সহ সাংগঠনিক সম্পাদক রকিব আহমেদ,ছাত্র বিষয়ক সম্পাদক শাহেদ মিয়া,দপ্তর সম্পাদক রুপক দেবসহ স্থানীয় বিএনপি,যুবদল,ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকবৃন্দ।