ওসমানীনগরের মির্জা সহিদপুরে নাশিদ মাহফিল
প্রকাশিত হয়েছে : ২১ জানুয়ারি ২০২৩, ৭:৩৭ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
সিলেট ওসমানীনগরের মির্জা সহিদপুর আলহাজ্ব আতাউর রহমান চৌধুরী দাখিল মাদরাসায় নন্দিত নাশিদশিল্পি কবি মুজাহিদুল ইসলাম বুলবুলের আগমন উপলক্ষে এক নাশিদ মাহফিল শুক্রবার বিকাল সাড়ে ৪ টায় অনুষ্ঠিত হয়।
সিরাজাম মুনিরা জামে মসজিদ এন্ড এডুকেশন সেন্টার বার্মিংহামের পরিচালক, আলহাজ্ব আতাউর রহমান চৌধুরী দাখিল মাদরাসার প্রতিষ্ঠাতা আলহাজ্ব মাহবুবুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে উপস্থিত ছিলেন আলহাজ্ব ডা. কুতুব উদ্দিন এডুকেশন ট্রাস্ট, মৌলভীবাজারের সভাপতি মো. ফখরুল ইসলাম, সাপ্তাহিক পূর্বদিকের সহযোগী সম্পাদক কবি সালাহ উদ্দিন ইবনে শিহাব, লতিফিয়া হিফজুল কোরআন মাদরাসা মৌলভীবাজারের প্রিন্সিপাল মাওলানা শফিকুল আলম সোহেল, আলহাজ্ব ডা. কুতুব উদ্দিন এডুকেশন ট্রাস্টের পরিচালক ক্বারী জহিরুল ইসলাম, লন্ডন প্রবাসী জনাব ফয়ছল আহমদ চৌধুরী, সৌদি আরব প্রবাসী মো. মিজানুর রহমান, প্রমুখ।
মাহফিলে মনমুগ্ধকর নাশিদ পরিবেশন করেন ইসলামী সাংস্কৃতিক সংগঠন রিসালাহ’র প্রতিষ্ঠাতা প্রধান কবি মুজাহিদুল ইসলাম বুলবুল।