৫১ তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় আটঘর উচ্চ বিদ্যালয়ের সাফল্য
প্রকাশিত হয়েছে : ১৮ জানুয়ারি ২০২৩, ৬:২৫ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
৫১ তম জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় অবিস্মরণীয় সাফল্য অর্জন করেছে মৌলভীবাজার সদর উপজেলার আটঘর উচ্চ বিদ্যালয়।
বুধবার (১৮ জানুয়ারি) মৌলভীবাজার সরকারি কলেজ স্টেডিয়ামে ৫১ তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার তুলে দেন মৌলভীবাজার সদর উপজেলার চেয়ারম্যান মো. কামাল হোসেন।
এতে আটঘর উচ্চ বিদ্যালয় মোট আটটি পুরস্কার অর্জন করেছে। ব্যাডমিন্টনে দ্বৈত রানারআপ হন চুমকি বেগম ও আকলিমা আক্তার, ব্যাডমিন্টন এককে রানারআপ হন চুমকি বেগম, দৌড় প্রতিযোগীতায় দ্বিতীয় স্থান অর্জন করেন কামরান মিয়া, দীর্ঘ লাফে দ্বিতীয় কামরান মিয়া, উচ্চ লাফে দ্বিতীয় কামরান মিয়া, ১০০ মিটার দৌড় ও দুইশো মিটার দৌড়ে দ্বিতীয় মুমিনা আক্তার, গোলক নিক্ষেপে দ্বিতীয় স্থান অর্জন করেন চুমকি বেগম।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শাহীন মিয়া বলেন, আমাদের জন্য এটি অনেক বড় সাফল্য। আমাদের প্রতিষ্ঠানে লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলা ও সৃজনশীল কাজের প্রতিও গুরুত্ব দেয়া হয়। এই সাফল্য অর্জনে যারা সহযোগিতা করেছেন সকল শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।