যুগান্তর স্বজন সমাবেশ মৌলভীবাজার জেলা কমিটি গঠন
প্রকাশিত হয়েছে : ১৮ জানুয়ারি ২০২৩, ৫:৫৫ অপরাহ্ণ
বিশেষ প্রতিবেদক::
দৈনিক যুগান্তর স্বজন সমাবেশের ২৯ সদস্য বিশিষ্ট মৌলভীবাজার জেলা কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যায় মৌলভীবাজার প্রেসক্লাবে এক আলোচনা সভার মাধ্যমে সভায় উপস্থিত সদস্যের সর্বসম্মতিক্রমে পূবালী ব্যাংক মৌলভীবাজার আঞ্চলিক কার্যালয়ে এজিএম লেখক ও গবেষক এডভোকে ড. মো: আবু তাহের’কে সভাপতি ও আলী আমজাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো: মুজিবুর রহমান’কে সাধারণ সম্পাদক করা হয়।
এছাড়া কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি এডভোকেট আব্দুল আহাদ, কুলাউড়া ইয়াকুব-তাজুল মহিলা ডিগ্রী কলেজের সহযোগী অধ্যাপক শাহ গিয়াস উদ্দিন, মৌলভীবাজার প্রেসক্লাবের সহ-সভাপতি নুরুল ইসলাম শেফুল, আলী আমজাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বাবুল উদ্দিন খান, সহ-সাধারণ সম্পাদক এডভোকেট নিয়ামুল হক ও শিক্ষক আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক ক্রিয়েটিভ ইনস্টিটিউট এর সিইও ওয়াসিম আহমেদ নিশান, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মোক্তাদির হোসাইন, মহিলা বিষয়ক সম্পাদিকা এডভোকেট ফারহানা চৌধুরী, সহ-মহিলাবিষয়ক সম্পাদিকা অর্পা পাল, দফতর সম্পাদক ব্যাংকার মোঃ নুরুল ইসলাম, সহ-দফতর সম্পাদক কামরুল হাসান, সাংস্কৃতিক সম্পাদক শিক্ষক সঞ্জীব কুমার সিংহ, সাহিত্য সম্পাদক মুহাম্মদ নাঈম উদ্দিন চৌধুরী, সহ-সাহিত্য সম্পাদক রুহুল আমিন, প্রকাশনা সম্পাদক অলি আহমদ মাহিন, সমাজকল্যাণ সম্পাদক মোঃ রিপন মিয়া, সহ-সমাজকল্যাণ সম্পাদক সিনিয়র সাংবাদিক শুধাংশু শেখর হালদার, তথ্য প্রযুক্তি সম্পাদক জাবের আহমদ, আইন বিষয়ক সম্পাদক হোসাইন আহমদ পারভেজ, প্রচার সম্পাদক মাহি আহমদ, সহ-প্রচার সম্পাদক অলি আহমদ সাজু।
এছাড়াও কার্যকরি কমিটির সদস্যরা হলেন, মৌলভীবাজার প্রেসক্লাবের যুগ্ন সম্পাদক মেহেদী হাসান রুমি, মো: ইসমাইল হোসেন, তাজ উদ্দিন, মোহাম্মদ আবদাল হুসাইন ও আব্দুল্লাহ আল মুনতাসির।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বজনের উপদেষ্টা অ্যাডভোকেট ড. আবদুল মতিন চৌধুরী, সিনিয়র সাংবাদিক সৈয়দ রুহুল আমিন ও যুগান্তর মৌলভীবাজার জেলা প্রতিনিধি হোসাইন আহমদ প্রমুখ।