মাইক্রোবাসের চাপায় শিশু ছেলে নিহত, তিনদিন পর মা-ও বাঁচলেন না
প্রকাশিত হয়েছে : ১৫ জানুয়ারি ২০২৩, ৬:৪৯ অপরাহ্ণ
রবিবার (১৫ জানুয়ারি) সকালে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আসমা বেগম (৪২) মৃত্যুবরণ করেছেন। মা ও ছেলে এখন ঠিক একই মৃত্যু পথের যাত্রী হয়ে গেলেন।
পূর্বদিককে এতথ্য নিশ্চিত করেছেন পৃথমপাশা ইউনিয়নের সাবেক সদস্য মাসুদ রানা আব্বাস বলেন, আহত হওয়ার পর মহিলাটির অবস্তা আশঙ্কা জনক ছিল। কিছুক্ষণ আগে সিলেট ওসমানী হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। দুর্ঘটনায় স্পট ডেথ হয়েছিলেন তাঁর ছোট ছেলে। কষ্ট আর দুর্ভোগের ইতি টেনে মাছুম শিশুর পথ ধরে মা আসমাও পরপারে যাত্রা করলেন। শোক সমবেদনা আর দুঃখ প্রকাশ করার ভাষা নেই।
গত বৃহস্পতিবার (১২ জানুয়ারি) বিকালে কুলাউড়া টু রবিরবাজার সড়কের পুরসাই এলাকায় সিএনজিকে মাইক্রোবাস চাপা দেয়। এতে ঘটনাস্থলে দশ বছর বয়সি শিশু সাইদ নিহত হন। তাদের বাড়ী কুলাউড়ার হাসানপুর এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে কুলাউড়া থেকে রবিরবাজারের দিকে যাচ্ছিল মাইক্রো গাড়িটি। এ সময় বিপরীতদিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সাথে মাইক্রোর মুখোমুখি সংঘর্ষ হলে ৮ জন গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক এক শিশুকে মৃত ঘোষণা করেন। এ সময় ৭ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয় । আজ চিকিৎসাধীন অবস্থায় নিহত শিশুর মা মৃত্যুবরণ করেন।