হাঁকডাক করে বিক্রি হচ্ছে নিষিদ্ধ বাঘাইড়
প্রকাশিত হয়েছে : ১৫ জানুয়ারি ২০২৩, ১২:২৯ অপরাহ্ণ
মৌলভীবাজারে এ বছর জেলার প্রায় ১৫০ টি ছোট বড় মাছের মেলা বসছে যার মধ্যে সবচেয়ে বড় শেরপুর। বিগত বছরগুলোর তুলনায় মাছের প্রজনন বেশি হয়েছে তাই মেলায় মাছের সংখ্যা বেশি।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বন এবং পরিবেশ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ফাহমিদা সুলতানা বলেন, বাঘা আইড় মাছ বিলুপ্তের পথে। আইন করে এটির শিকার ও বিক্রি নিষিদ্ধ করা হয়েছে। তারপাশা এই আইন প্রয়োগের দায়িত্বে যারা আছেন তাদেরকেও আরেকটু সচেতন হওয়া প্রয়োজন। হয়ত প্রথমদিকে কিছু কষ্টকর হলেও একটি সুধূর প্রসারী ফলাফল আসবে। জাটকা ইলিশের মত এই মাছের শিকার ও বিক্রি অনেকটা বন্ধ করা যাবে। সেই ক্ষেত্রে সচেতনতার পাশাপাশি যারা সরকারের পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত যারা তাদেরকেও এগিয়ে আসতে হবে।
বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো: রেজাউল করিম চৌধুরী বলেন, উৎসব উপলক্ষে মানুষ না বুঝে এটি ধরে এবং খায়। এটি অনেকদিন ধরে চলতে থাকায় একটি ট্রেন্ড চালু হয়ে গেছে। আমাদের পক্ষ থেকে মাছ বাজারে মাইকিং ও প্রচার কাজ করছি মানুষকে সচেতন করতে। গত বছরও জেল জরিমানা করেছি। আশাকরি এভাবে মানুষ সচেতন হলে এক দুই বছরের মধ্যে এটি আর শিকার ও বিক্রি হবে না।
মৌলভীবাজার জেলা মৎস্য কর্মকর্তা মুহম্মদ মিজানুর রহমান ঢাকা পোস্টকে বলেন, আমি আমার কর্মকর্তাকে বলে দিচ্ছি এই বিষয়ে ব্যবস্থা নিতে।আইনে নিষিদ্ধ থাকলে এই মাছ কোন ভাবেই বাজারে বিক্রি করা যাবে না।