আল্লামা ফুলতলী ছাহেব কিবলা রহ. খানেকায় পীর, ময়দানে বীর
প্রকাশিত হয়েছে : ১৫ জানুয়ারি ২০২৩, ১২:০১ অপরাহ্ণ
মুজাহিদুল ইসলাম বুলবুল::
দেখতে দেখতে পেরিয়ে গেলো ১৫টি বছর। ২০০৮ সালের ১৫ জানুয়ারি পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়েছিলেন মুজাদ্দিদে জামান, শামসুল উলামা হযরত আল্লামা আব্দুল লতিফ চৌধুরী ফুলতলী ছাহেব কিবলা রাহমাতুল্লাহি আলাইহি। এতিমের বিহ্বল চোখ তাঁকে আজও খুঁজে ফিরে। তাঁরই প্রতিষ্ঠিত লতিফিয়া এতিমখানা ফুলতলীর সম্প্রতি ৫০ বছর পূর্ণ হয়েছে। বড় ছাহেবজাদা হযরত আল্লামা ইমাদ উদ্দীন চৌধুরী ফুলতলীর পৃষ্ঠপোষকতায় এতিমখানাটি দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহত এতিমখানায় রূপ নিয়েছে। মানুষকে ভালোবাসার, মানুষের সেবা করার এক অনন্য নজির তিনি দেখিয়ে গেছেন। অসহায়, দুস্থ মানুষের চোখ আজও তাঁর স্মরণে অশ্রুসজল হয়। ফুলতলী ছাহেব বাড়ির লঙ্গরখানা, ফ্রী ডিসপেনসারি, ফ্রী খতনা ক্যাম্প ইত্যাদি আজও তাঁর পবিত্র স্মৃতি ধারণ করে সগৌরবে এগিয়ে চলেছে। তিনি মানুষকে পরকালের ফিকির শেখাতেন। আজও খানেকার মাহফিলগুলোতে জিকিরের শব্দের সাথে জাকিরিনের হৃদয়ে তাঁর স্মৃতির ঢেউ ওঠে।
আল্লামা ফুলতলী ছাহেব কিবলা রাহমাতুল্লাহি আলাইহির বহুমুখি খিদমাতের প্রসার আজ দুনিয়াব্যাপী। তাঁর প্রতিষ্ঠিত মসজিদ, মাদরাসার সংখ্যা অগণিত। বিশেষ করে বিশুদ্ধ কোরআন শিক্ষাপ্রতিষ্ঠান দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট আজ গোটা দুনিয়া জুড়ে সুপ্রসিদ্ধ।
এতিমের লালন-পালন, অসহায়ের সেবা, মসজিদ মাদরাসা প্রতিষ্ঠা, খানেকায় মশগুল জিকির, আল্লাহর ধ্যানে মগ্ন-বিভোরতা, কোরআন হাদীসের সুদীর্ঘ খিদমাত ইত্যাদির পাশাপাশি জীবনভর তিনি শিখিয়ে গেছেন আকিদার ক্ষেত্রে আপোসহীনতা; জুলুমের বিরুদ্ধে জিহাদ। ইসলামদ্রোহী নাস্তিক-মুরতাদদের কাছে আল্লামা ফুলতলী ছাহেব কিবলা রাহমাতুল্লাহি আলাইহি ছিলেন এক আতংকের নাম। তাঁর জীবদ্দশায় যখনই ইসলামবিরোধী কোন ষড়যন্ত্র করা হয়েছে, তিনি মাঠে নেমে পড়েছেন। তাঁর বজ্র হুংকার বাতিলের ভীত নাড়িয়ে দিয়েছে।
শাহাদাতের তামান্না যে প্রকৃত ঈমানের অবিচ্ছেদ্য অংশ, তিনি তাঁর সংগ্রামী জীবনের মাধ্যমে মুসলমানদেরকে তা বারবার স্মরণ করিয়ে দিয়েছেন। বাংলাদেশের এই নাজুক পরিস্থিতিতে হৃদয়ে শাহাদাতের তামান্না লালনকারী প্রতিটি মুজাহিদ আজ তাঁকেই স্মরণ করছে। চোখের সামনে ভেসে উঠছে বিগত দিনগুলোতে ইসলামদ্রোহী শক্তির একেকটি ষড়যন্ত্র এবং আল্লামা ফুলতলী ছাহেব কিবলা রাহমাতুল্লাহি আলাইহির একেকটি বজ্র হুংকার। বাংলাদেশের জমিন থেকে ইসলামী মূল্যবোধকে মিটিয়ে দেয়া, এ দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করে আগামী প্রজন্মকে আল্লাহর দীন থেকে সরিয়ে রাখার ষড়যন্ত্র নতুন নয়। এ কথা মানতেই হবে, এইদেশে ইসলামকে টিকিয়ে রেখেছে ইসলামী শিক্ষা তথা দীনি প্রতিষ্ঠান, মাদরাসা। সুতরাং দেশের শিক্ষাব্যবস্থায় শকুনদৃষ্টি অনেক পুরনো। সেই ঐতিহাসিক লংমার্চের কথা নিশ্চয়ই মনে আছে। যখন ফাজিল এবং কামিলের স্তর জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ন্যস্ত করে মাদরাসা শিক্ষার স্বকীয়তা ধ্বংস করার ষড়যন্ত্র করা হলো, তখন বিশাল গাড়ি বহর নিয়ে ঢাকা অভিমুখে লংমার্চ করেছিলেন আল্লামা ফুলতলী ছাহেব কিবলা রাহমাতুল্লাহি আলাইহি। একটি স্বতন্ত্র আরবী বিশ্ববিদ্যালয়ের দাবিতে ছাহেব কিবলার নেতৃত্বে গর্জে উঠেছিলো দেশের ধর্মপ্রাণ মুসলমান।
যখনই এই দেশে ইসলামবিরোধী কোন ষড়যন্ত্র হয়েছে, আল্লামা ফুলতলী ছাহেব কিবলা রাহমাতুল্লাহি আলাইহি প্রতিবাদে গর্জে উঠেছেন। তিনি ছিলেন এক দক্ষ সংগঠক। নাস্তিক-মুরতাদ বিরোধী আন্দোলনে দেশের বিভিন্ন ঘরানার ওলামা-মাশায়েখদের এক মঞ্চে সমবেত করে তিনি যে আশা আর শক্তির সঞ্চার করেছিলেন, সেই আশা, সেই শক্তি এখনও ইসলামী আন্দোলনের কর্মীদের অনুপ্রাণিত করে। জীবনভর তাগুতের বিরুদ্ধে তার সংগ্রাম ছিলো অব্যাহত। কোন জালিম শাসকের সামনে কখনও নত হন নি বরং শাসকের চোখে চোখ রেখে সত্যকে উচ্চারণ করেছেন এই নির্ভীক বীর সিপাহসালার। ১৯৮৮ সালে যখন তৎকালীন সরকার ইনকিলাব পত্রিকা বন্ধ করে দিয়েছিলো, ফুলতলী ছাহেব কিবলা রাহমাতুল্লাহি আলাইহি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছিলেন, অবিলম্বে ইনকিলাব খুলে দাও, না হলে এ আন্দোলন দেশ জুড়ে ছড়িয়ে পড়বে।
দুর্দিনে আজ তোমায় খুঁজে
এই দুই চোখ হয় পেরেশান
খানেকায় পীর ময়দানে বীর
স্মৃতিমন্থন তোমার বয়ান…
আল্লামা ফুলতলী ছাহেব কিবলা রাহমাতুল্লাহি আলাইহি তাঁর তরীকার ঊর্ধ্বতন বুজুর্গ সায়্যিদ শহীদ আহমদ বেরলভী রাহমাতুল্লাহি আলাইহির চেতনাকে আমৃত্যু লালন করে সেই চেতনা জমিনে উজ্জীবিত রেখে গেছেন। প্রকৃত ওলী আল্লাহ যাঁরা, তাঁরা যে কেবলই খানেকার পীর নন, বরং দীনের প্রয়োজনে রক্ত দানে, জীবন দানে তাঁরা যে অগ্রগামী, সেই প্রমাণ তিনি রেখে গেছেন এই জমিনে রক্ত দিয়ে। তাঁর আপোসহীন সংগ্রামী জীবন কুসুমাস্তীর্ণ ছিলো না। তাঁকে আঘাত করতে করতে নিহত ভেবে ফেলে গিয়েছিলো একদল হায়েনা। কোরআনের সম্মানে, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহাব্বাতে জীবন ছিলো উৎসর্গীত। আল্লাহর দীনকে সমুন্নত রাখতে সংগ্রাম করাকে, রক্ত দেয়াকে তিনি ভালোবাসতেন। গর্ববোধ করতেন। একবার তাঁরই প্রতিষ্ঠিত ছাত্রসংগঠন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার একদল আহত রক্তাক্ত কর্মীদের দেখে তিনি খুশি হয়েছিলেন। শুকরিয়া আদায় করে বলেছিলেন, আলহামদুলিল্লাহ্, আল্লাহর দীনের জন্য রক্ত দিতে পারে, আমার এমন একদল কর্মী তৈরি হয়েছে।
আজ এই মুহূর্তে যখন বাংলাদেশের শিক্ষাব্যবস্থায় ইসলামদ্রোহী শক্তির আস্ফালন, আগামী প্রজন্মকে সংশয়বাদী বানিয়ে ইসলাম থেকে দূরে সরিয়ে নেয়ার গভীর ষড়যন্ত্র, মানুষের বাচ্চাকে বানরের বাচ্চা হিসেবে প্রতিষ্ঠিত করার ঘৃণ্য তৎপরতা, তখন বারবার যাঁকে মনে পড়ছে, তিনি হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলা রাহমাতুল্লাহি আলাইহি। মনে পড়ছে, প্রতিটি আন্দোলনে তাঁর দক্ষ এবং সংগ্রামী ভূমিকার কথা। তাঁর সংগ্রামী স্মৃতিগুলো আমাদের জন্য অনুপ্রেরণা। আজকের এই কঠিন পরিস্থিতিতে কোন ঈমানদারের জন্য মুখ বন্ধ রাখার সুযোগ নেই। হযরত ফুলতলী ছাহেব কিবলা রাহমাতুল্লাহি আলাইহি বলতেন, বেড়ালের মত ১ হাজার বছর বেঁচে থাকার চেয়ে সিংহের মত একদিন বাঁচাই উত্তম। যে নাস্তিক্যবাদী শিক্ষানীতি এ দেশের মুসলমান শিক্ষার্থীদের ঘাড়ে চাপিয়ে দেয়া হচ্ছে তা বাস্তবায়িত হলে ভবিষ্যত অন্ধকার। অভিভাবকদের নীরবতা আমাদের প্রজন্মকে ঈমানহারা করবে। আমরা যদি ঐক্যবদ্ধভাবে এই ইসলামবিদ্বেষী অপতৎপরতার বিরুদ্ধে রুখে না দাঁড়াই তাহলে আগামীতে আমাদের অস্তিত্বও খুঁজে পাওয়া যাবে না।
মহান রাব্বুল আলামীন আমাদের ঈমানী তাকত বাড়িয়ে দিন। আমাদেরকে তাঁর মকবুল ওলী হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলা রাহমাতুল্লাহি আলাইহির ঈমানদীপ্ত সংগ্রামী জীবন থেকে অনুপ্রাণিত হয়ে আল্লাহর দীন কে সমুন্নত রাখার সংগ্রামে নিজেকে বিলিয়ে দেয়ার হিম্মত দান করুন। এ মহান ওলীর দরজাকে বুলন্দ করে দিন। আমীন।
লেখক: কবি ও কণ্ঠশিল্পি
mujahidbulbul@gmail.com