শ্রীমঙ্গলে অবৈধ ভাবে বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা অর্থদন্ড
প্রকাশিত হয়েছে : ১০ জানুয়ারি ২০২৩, ৬:১১ অপরাহ্ণ
শ্রীমঙ্গল প্রতিনিধি::
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে রিংকু সরকার নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকার অর্থদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও চৌমুহনীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধভাবে বালু উত্তোলন করার দায়ে এই অর্থদন্ড প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সন্ধীপ তালুকদার।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সন্ধীপ তালুকদার জানান, মৌলভীবাজার জেলা প্রশাসক ও জেলা বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মীর নাহিদ আহসান এর নির্দেশে রিংকু সরকার নামের ওই ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। তিনি বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ মোতাবেক রিংকু সরকার এ পরিমান অর্থদন্ড প্রদান করেন।
তিনি আরো জানান, শ্রীমঙ্গল উপজেলায় অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে প্রশাসনের এমন অভিযান চলমান থাকবে।