শেখ কামাল বাংলাদেশ যুব গেমস ২০২৩ উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ৮ জানুয়ারি ২০২৩, ৭:৩০ অপরাহ্ণ
বিশেষ প্রতিবেদক::
শেখ কামাল বাংলাদেশ যুব গেমস ২০২৩ মৌলভীবাজারে শুভ উদ্বোধন করা হয়েছে।
রবিবার (৮ জানুয়ারি) দুপুরে মৌলভীবাজার জেলা স্টেডিয়ামে ৩দিন ব্যাপী ২য় শেখ কামাল বাংলাদেশ যুব গেমস ২০২৩ এর উদ্বোধন করা হয়।
জেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় ও বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের আয়োজনে ৩ দিনব্যাপী ২য় শেখ কামাল বাংলাদেশ যুব গেমস অনুষ্ঠিত হবে। গেমসে বিভিন্ন খেলোয়াড় ও ক্রীড়া সংগঠন অংশ নেবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শেখ কামাল বাংলাদেশ যুব গেমস ২০২৩ উদ্বোধন করেন মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান ও ক্রীড়া সংস্থান সাধারণ সম্পাদক মিছবাহুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অর্থ) হাসান মোহাম্মাদ নাছের রিকাবদার, বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন এর প্রতিনিধি মো: আব্দুর রাজ্জাক প্রমুখ।
এছাড়াও জেলা ক্রীড়া সংস্থা ও বিভিন্ন উপজেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ সহ ক্রীড়া সংস্থা ও জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।