উন্নয়নে পিছিয়ে আছে রাজনগর: জিল্লুর রহমান
প্রকাশিত হয়েছে : ৮ জানুয়ারি ২০২৩, ১:১৯ অপরাহ্ণ
বিশেষ প্রতিবেদক::
মৌলভীবাজারের রাজনগর উপজেলা সার্বিক উন্নয়নে রাজনগর সংসদীয় আসন পূণঃবহাল,গ্যাস সংযোগ স্থাপন ও পৌরসভা বাস্তবায়নের লক্ষ্যে উপজেলার জনপ্রতিনিধি সহ সকল শ্রেণীর ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে।
শনিবার (৭ জানুয়ারী) গালফ কমিনিউটি সেন্টারে রাজনগর উপজেলা চেয়ারম্যান মোঃ শাহজাহান খানের সভাপতিত্বে ও আয়োজনে, ব্যবস্থাপনা পরিচালক অলিলা গ্রুপের অব ইন্ডাস্ট্রিজ লিঃ এর মোহাম্মদ জিল্লুর রহমান এর পৃষ্টপোষকতায়, টেংরা বাজার ইউনিয়নের চেয়ারম্যান মোঃ টিপু খানের সঞ্চালনায় সস্রাধিক মানুষের উপস্থিতিতে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মুক্তি চক্রবর্তী, শিক্ষাবিদ রাজনগর মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ ইকবাল হোসেন, প্রবীন রাজনীতিবিদ আলখাছুর রহমান, ৮ নং মনসুর নগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাদিকুর রহমান সাদিক, কামারচাক ইউনিয়নের চেয়ারম্যান আতাউর রহমান, রাজনীতিবিদ ফয়ছল আহমদ, রাজনগর সদর ইউনিয়নের চেয়ারম্যান জুবায়ের আহমেদ চৌধূরী, মৌলভীবাজার জেলা পরিষদের সদস্য জিয়াউর রহমান, মৌলানা মোফাজ্জল হোসেন কলেজের অধ্যক্ষ তোফায়েল আহমদ, মুন্সিবাজার ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আব্দুল আজিজ, আইনজীবি শান্তিপদ ঘোষ, মুক্তিযোদ্ধা রফিক ছয়ফুল আহমদ, মুক্তিযোদ্ধা পরিমল দাশ, আওয়ামী যুলীগের সভাপতি ময়নুল ইসলাম খান,উপজেলা শ্রমিকলীগের সদস্য সচিব নানু আহমেদ, উপজেলার ছাত্রলীগের সভাপতি জহিরুল ইসলাম, ছাত্রলীগের সাবেক নেতা আব্দুর রব, আব্দুল মন্নাফ, মাহমুদ খান, আলতাফ উদ্দিন, রাজনীতিবিদ রেজউল করিম বেগ, এনামুল হক চৌধূরী, রিয়াজ খান, আব্দুল্লা আল সামু, সুপ্রীম গৌড়, মাহবুবুর রহমান, লুৎফুর রহমান, এনামুল হক চৌধূরী, কাউছার আহমেদ, সাবেক টেংরা ইউনিয়নের সাবেক সদস্য পাবলু রহমান, শিক্ষক শায়েস্তা আহমেদ প্রমূখ।
মতবিনিময় সভার পৃষ্টপোষক ব্যবস্থাপনা পরিচালক অলিলা গ্রুপের অব ইন্ডাস্ট্রিজ লিঃ এর মোহাম্মদ জিল্লুর রহমান বলেন, রাজনগর উপজেলার সংসদে কথা বলার প্রতিনিধি না থাকায় উন্নয়ন পিছিয়ে আছে। গ্যাস সংযোগ না থাকার কারনে রাজনগরে শিল্প প্রতিষ্ট্রান করতে পারছেন না।
উপস্থিত বক্তারা বলেন, আগামী সংসদ নির্বাচনের পুর্বে রাজনগর সংসদীয় আসন পূণঃবহাল না করা হলে রাজনগরবাসী সংসদীয় নির্বাচন বয়কট করবে। রাজনগর সংসদীয় আসন নতুন করে দাবী করার বিষয় নয়, পাকিস্তান আমল থেকে দেশ স্বাধীনের পরও রাজনগর সংসদীয় আসন ছিল। ১৯৭৯ সালে সামরিক আইনের একটি আধ্যাদেশের মাধ্যমে এই আসনটি বাতিল করা হয়। আবার ২০১৪ সালে সুপ্রীম কোর্টে একটি রীট আবেদনের মাধ্যমে জারীকৃত আধ্যাদেশ বাতিল করা হয়। এরপরও রাজনগর আসন পূণঃবহাল হয়নি। রাজনগরের অনেক ইতিহাস ঔতিজ্য বিদ্যমান থাকার পরও রাজনগরবাসী গ্যাস সংযোগ, পৌরসভাসহ গুরুত্বপূর্ণ অনেক কিছু থেকে বঞ্চিত। উক্ত মতবিনিময় অনুষ্টানে জনপ্রতিনিধি, সাংবাদিক,শিক্ষক,রাজনীতিবিদ সহ সকল পেশার ব্যক্তিরা মতবিনিময় করেন।