৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মৌলভীবাজারে ছাত্রদলের বর্ণাঢ্য শোভাযাত্রা ও ছাত্র সমাবেশ
প্রকাশিত হয়েছে : ৭ জানুয়ারি ২০২৩, ৬:০৩ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মৌলভীবাজারের বর্ণাঢ্য শোভাযাত্রা ও ছাত্র সমাবেশ করেছে জেলা ছাত্রদল।
শনিবার (৭ জানুয়ারি) দুপুরে মৌলভীবাজার শহরের শহীদ মিনার এলাকা থেকে বিভিন্ন স্লোগান দিয়ে মিছিল বের করেন ছাত্রদলের নেতাকর্মীরা। মিছিলটি বিভিন্ন পয়েন্ট প্রদক্ষিণ করে কুসুমবাগ পয়েন্টে সমাবেশে মিলিত হয়।
শোভাযাত্রার পূর্বে ছাত্র সমাবেশে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান।
সমাবেশে তিনি বলেন, একটা স্বৈরাচার কখনো গণতন্ত্রীকভাবে ক্ষমতা ছাড়ে না। এই স্বৈরাচারকে সরকার বলা ঠিক না। প্রধানমন্ত্রী বলা ঠিক না- তা হলে কি বলবো, অবৈধ ক্ষমতা দখলদার। অবৈধ ক্ষমতা দখলদার দেশ শাসন করে না। তারা চুরি, ডাকাতি আর মাস্তানতন্ত্র করে। দেশে এখন মাস্তানতন্ত্র চলতেছে। এই মাস্তানতন্ত্র শেষ করতে হবে। সংবিধানের দোহাই দেয়া ক্ষমতা দখলদারদের প্রধান অস্ত্র। কিসের সংবিধান, যে সংবিধান তারা নিজেরা তৈরি করে ক্ষমতার থাকার জন্য।
তিনি বলেন, আগামী কয়েকমাসের মধ্যে এই সরকারের ছুটির ঘন্টা বাজবে। ওবায়দুল কাদের গতকাল কি হইছে- এটা আল্লাহ তায়ালার লানত। লানত সরাসরি তার উপর পড়ছে। আর তার নেতাকর্মীরা ওবায়দুল কাদেরের উপর গিয়ে পড়েছেন। এটার তাদের ছুটির ঘন্টা বেজে গেছে।
জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আকিদুর রহমান সুহানের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ সভাপতি সাবেক মেয়র ফয়জুল করিম ময়ূন, জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম সম্পাদক পিপলু আব্দুল হাই, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকদলের সাবেক সদস্য ইসহাক চৌধুরী মামনুন ও কলেজ ছাত্রদলের আহ্বায়ক জনি আহমদ প্রমুখ।
উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সহ সভাপতি মোয়াজ্জেম হোসেন মাতুক, হেলু মিয়া, বদরুল আলম, প্রথম যুগ্ম সম্পাদক মো. ফখরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মিছবাহুর রহমান, যুবদল নেতা মোশাররফ রহমান, মনজু হক, টিটু আলম, জেলা ছাত্রদলের সহ সভাপতি মামুন পারভেজ, আবিদুর রহমান, মুয়াইমিনুর রহমান দিপু, মাহবুব আল জামাল, যুগ্ম সম্পাদক মুহিবুর রহমান সাজিব, জসিম তালুকদার, সহ সাধারণ সম্পাদক হোসাইন আহমদ, হাসান আব্দুল্লাহ, শেকিম আহমদ, আফসার আহমদ আফজল, সহ সাংগঠনিক সম্পাদক জাফর আহমদ, শাওন আহমদ, প্রচার সম্পাদক সাইদ আহমেদ আদনান, সহ দপ্তর সম্পাদক, রাকিব আহমদ, মৌলভীবাজার সরকারি কলেজ ছাত্রদলের আহ্বয়াক জনি আহমদ, পৌর ছাত্রদলের সদস্য সচিব সুলতান আহমদ টিপু, সদর উপজেলা ছাত্রদলের আহ্বয়াক জাবেদ আলী নাইম, যুগ্ম আহ্বায়ক জাফরান খান, মাখনুনুর রহমান, শামিম আহমেদ সানি, সৈয়দ তপু আলী, শেখ মাহফুজুর রহমান রাব্বি, জুবায়ের আহমেদ জুবেদ, হুমায়ুন আহমদ, তায়েফ আহমদ, কমলগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব দিনার চৌধুরী, যুগ্ম আহ্বায়ক জাফর সাদিক জামি, শ্রীমঙ্গল পৌর ছাত্রদলের আহ্বায়ক জাহিদুল ইসলাম, রাজনগর উপজেলা ছা্ত্রদলের শাম্মু আহমেদ, রায়হান আহমেদ কুলাউড়া ছাত্রদলের সদস্য সচিব সাইফুর রহমান, পৌর ছাত্রদলের আাহ্বায়ক, আতিকুল ইসলাম, জুড়ি উপজেলা ছাত্রদলের আহ্ববায়ক ফয়জুর রহমান, এমদাদুল হক সনি, বড়লেখা পৌর ছাত্রদলের আহ্বায়ক শাহরিয়ার ফাহিম, সদস্য সচিব রাসেল আহমদ, ছাত্রদলের সাজন আহমদ, সানি আহেমেদ, নাইম ইসলাম, জিবান আহমদ, মাহি আহমেদ, আনোয়ার আহমেদ প্রমুখ।