মনু নদীর সাঁকো থেকে পড়ে বৃদ্ধ নিহত
প্রকাশিত হয়েছে : ১ জানুয়ারি ২০২৩, ৬:১০ অপরাহ্ণ
রবিবার (১ জানুয়ারি) সকালে নিখোঁজের নয় ঘন্টা পর নদীতে ভেসে উঠে ওই বৃদ্ধের লাশ। শনিবার রাত ৯ টার দিকে সাঁকো থেকে পড়ে ওই বৃদ্ধ নিখোঁজ ছিলেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
স্থানীয়রা জানান, মৌলভীবাজার শহরের পশ্চিম বাজারের সাবিয়া খেয়াঘাটে বাজার করে আশার পথে মনু নদীর উপরে বাঁশের সাঁকো পারপার হওয়ার সময় সাবিয়া এলাকায় বসবাসরত বৃদ্ধ লোক সাঁকো থেকে পা পিছলে নদীতে পড়ে নিখোঁজ হয়ে যান। এরপর অনেক খোঁজ-খোঁজি পর পাওয়া যায় নি তাকে। সকালে শহরতলীর জাহাজ ঘাটের একটু পিছনে তার লাশ ভেসে উঠে। নদীতে পানি বেশি থাকার কারণে এবং মৌলভীবাজারে কোনো ডুবুরি টিম না থাকায় খোঁজা সম্ভ হয়নি। রাতে মনু ব্যারেজের সুইচ গেইট বন্ধ করে পানি আটকানো হয়। সারারাতে পানি শুকানোর পর সকালে পাথরের মধ্যে আটকানো অবস্থায় লাশটি উদ্ধার করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।