মৌলভীবাজারে ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ৩১ ডিসেম্বর ২০২২, ৯:১৮ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
মৌলভীবাজারে গ্রামবাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ ডিসেম্বর) বিকেলে জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে দেশের বিভিন্ন জেলা থেকে ৪৬টি ঘোড়া অংশ নেয়।
প্রতিযোগিতায় অংশ নেওয়া ঘোড়াগুলোকে বিভিন্ন নামে ডাকা হয়। এর মধ্যে দুই ভাইয়ের মায়া, লালু পাগলা, রঞ্জিত বাচ্চা, ভাগের বাচ্চা, গরিবের বন্ধু, বাংলা ভাই, আমার স্বপ্ন, মায়ের আদেশ, সোনার ময়না, মকুট রাজা, দোয়েল পাখি, কালারাজা, দিলদেওয়ানা, সোনারতরী, ময়না, রূপসী বাংলা, পাখি বাদশা, শুভরাজ ও মামু ভাগনা নাম রয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ। এছাড়াও জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমানের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া ও জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খোদেজা খাতুন প্রমুখ।
বিজয় দিবসের মহান দিনটিকে উৎসবমুখর করতে প্রতি বছরের মতো এবারও এ ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।