মৌলভীবাজার পৌর জামায়াতের সেক্রেটারিকে ভিত্তিহীন মামলায় গ্রেপ্তারের তীব্র নিন্দা
প্রকাশিত হয়েছে : ৩০ ডিসেম্বর ২০২২, ৫:৫৩ অপরাহ্ণ
প্রেস বিজ্ঞপ্তি::
মৌলভীবাজার পৌর জামায়াতের সেক্রেটারিকে ভিত্তিহীন মামলায় গ্রেপ্তারের তীব্র নিন্দা জানিয়েছে জেলা জামায়াত।
বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌলভীবাজার জেলা আমীর ইঞ্জিনিয়ার মোহাম্মদ শাহেদ আলী ও জেলা সেক্রেটারী মোঃ ইয়ামীর আলী এক যুক্ত বিবৃতিতে সম্পূর্ণ শান্ত পরিবেশে ও ভিত্তিহীন মামলায় মৌলভীবাজার পৌর জামায়াতের সেক্রেটারি আনোয়ারুল ইসলাম চৌধুরী (মুর্শেদ) কে গ্রেফতারের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে তার নিঃশর্ত মুক্তি দাবি করেছেন।
বিবৃতিতে জেলা নেতৃবৃন্দ বলেন, গতকাল বৃহস্পতিবার দুপুরে ব্যক্তিগত কাজে কোর্ট এলাকা অবস্থানকালীন সময়ে সাদা পোশাকধারী একদল লোক প্রশাসনিক পরিচয় দিয়ে মুর্শেদকে ধরে নিয়ে যায়। দীর্ঘ সময়ের পর মিডিয়ায় প্রকাশিত হয় একটি ভিত্তিহীন মামলায় এরেস্ট দেখানো হয়েছে। কোন মামলা ও ওয়ারেন্ট ছাড়া সম্পূর্ণ শান্ত পরিবেশে একটি রাজনৈতিক দলের নেতাকে মৌলবীবাজার জেলা শহরে এ ধরনের গ্রেফতার নজীরবিহীন। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
বিবৃতিতে জেলা নেতৃবৃন্দ আরো বলেন, মৌলভীবাজার জেলা শহরের দীর্ঘদিনের ঐতিহ্য রাজনীতির ঊর্ধ্বে উঠে দল মত নির্বিশেষে একটি সোহার্দ্যপূর্ণ সম্পর্ক বিরাজমান। এ ধরনের ঐতিহ্য বজায় রাখার জন্য আমরা সর্ব মহলের আন্তরিক সহযোগিতা কামনা করছি।